ছোট কচুদরম, বনরাজ, হায়দর বাজার ও কাঞ্চনপুরে গণ্ডগোল, সাতজন আহত, পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

তবে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে কয়েকটি কেন্দ্রে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ছোট কচুদরম এম ই স্কুল ভোটকেন্দ্রে। এখানে গণ্ডগোলের জেরে হঠাৎ করেই ভোট বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে কচুদরম থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অপূর্ব বরা এবং সেক্টর অফিসার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যদিও ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও পুনরায় ভোট শুরু হয়নি। ঠিক একই সময়ে, প্রায় পৌনে পাঁচটা নাগাদ, বনরাজ এম ভি স্কুল কেন্দ্রেও উত্তেজনার সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনা ঘটায় সেখানেও ভোটগ্রহণ বন্ধ করে দিতে বাধ্য হন নির্বাচন কর্তৃপক্ষ। জানা গেছে, এখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কচুদরম থানার ওসি।

এদিকে হায়দর বাজার জনতা এম ই স্কুলেও ঘণ্টাখানেক গণ্ডগোলের কারণে ভোট বন্ধ থাকে। তবে পরে পুলিশি প্রহরায় পুনরায় ভোট শুরু হয় এবং রাত প্রায় নয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে থাকে। অন্যদিকে, কাঞ্চনপুর পাবলিক এম ই স্কুলে সংঘর্ষের জেরে এক প্রার্থী অল্প বিস্তর আহত হন বলে জানা গেছে।

সমস্ত ঘটনায় মিলিয়ে অন্তত সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনও এফআইআর দায়ের করা হয়নি। বিশেষ করে লক্ষ্যণীয়, প্রায় প্রতিটি অপ্রীতিকর ঘটনাই ঘটে ভোটদানের শেষ পর্যায়ে। ফলে নির্বাচন কমিশনের তরফ থেকে পুনরায় ভোটগ্রহণের সম্ভাবনা একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, উপরোক্ত চারটি কেন্দ্র ছাড়া বাকি সমস্ত ভোটকেন্দ্রে ভোট পর্ব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও ছোটখাটো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটলেও, তা দ্রুত মিটে যায় প্রশাসনের তৎপরতায়। 

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…