
বরাকবাণী প্রতিবেদন শিলচর ২রা মেঃ আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী উদ্যোগ নিল যুব ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর কাছাড় জেলা কমিটি। আজ শহরের সিভিল হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে সংবর্ধনা জানিয়ে তাঁদের সমাজের প্রতি অমূল্য সেবার স্বীকৃতি প্রদান করা হয়। চিকিৎসা জগতের এই নীরব যোদ্ধারা যেভাবে মানুষের সেবায় প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে চলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।
অনুষ্ঠানে আরও বিশেষভাবে সম্মান জানানো হয় ফার্মাসিউটিক্যাল শিল্পের এক প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব, আলকেম ল্যাবরেটরিজ লিমিটেড-এর সিনিয়র কর্মকর্তা শ্রী প্রসেনজিৎ কুমার দাসকে। দীর্ঘদিন ধরে ফার্মাসিউটিক্যাল জগতে তাঁর অবদান এবং সামাজিক দায়িত্ববোধ তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁকে সংবর্ধনা জানাতে গিয়ে বক্তারা বলেন, “এমন মানুষেরা আমাদের সমাজের প্রকৃত নায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আইএনটিইউসি-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য, মৈনাক জাগিরদার, সায়ন রায়, প্রসেনজিৎ দেব, ঋতম পাল, বিনোদ তিওয়ারি এবং তাহির ও হাসানুল বান্না খান। তাঁরা সকলেই এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন।
প্রধান বক্তারা বলেন, আজকের দিনে শুধু শ্রমিকদের অধিকারের কথা বলাই নয়, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে শ্রমিক শ্রেণির অবদান অনস্বীকার্য। তাঁরা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি নিয়মিতভাবে নেওয়া হবে।
অনুষ্ঠানটি ঘিরে শহরে এক উষ্ণ ও ইতিবাচক আবহ তৈরি হয়। যাঁরা সম্মানিত হলেন, তাঁদের চোখেমুখে ছিল গর্ব আর কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই একসঙ্গে শ্রমিক একতা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করেন সভাস্থল।