শ্রম দিবসে যুব আইএনটিইউসি-এর উদ্যোগে সিভিল হাসপাতাল কর্মীদের সংবর্ধনা, সম্মানিত হলেন ফার্মাসিউটিক্যাল জগতের বিশিষ্টজনও

অনুষ্ঠানে আরও বিশেষভাবে সম্মান জানানো হয় ফার্মাসিউটিক্যাল শিল্পের এক প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব, আলকেম ল্যাবরেটরিজ লিমিটেড-এর সিনিয়র কর্মকর্তা শ্রী প্রসেনজিৎ কুমার দাসকে। দীর্ঘদিন ধরে ফার্মাসিউটিক্যাল জগতে তাঁর অবদান এবং সামাজিক দায়িত্ববোধ তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁকে সংবর্ধনা জানাতে গিয়ে বক্তারা বলেন, “এমন মানুষেরা আমাদের সমাজের প্রকৃত নায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আইএনটিইউসি-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য, মৈনাক জাগিরদার, সায়ন রায়, প্রসেনজিৎ দেব, ঋতম পাল, বিনোদ তিওয়ারি এবং তাহির ও হাসানুল বান্না খান। তাঁরা সকলেই এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন।

প্রধান বক্তারা বলেন, আজকের দিনে শুধু শ্রমিকদের অধিকারের কথা বলাই নয়, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে শ্রমিক শ্রেণির অবদান অনস্বীকার্য। তাঁরা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি নিয়মিতভাবে নেওয়া হবে।

অনুষ্ঠানটি ঘিরে শহরে এক উষ্ণ ও ইতিবাচক আবহ তৈরি হয়। যাঁরা সম্মানিত হলেন, তাঁদের চোখেমুখে ছিল গর্ব আর কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই একসঙ্গে শ্রমিক একতা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করেন সভাস্থল।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…