শ্রম দিবসে যুব আইএনটিইউসি-এর উদ্যোগে সিভিল হাসপাতাল কর্মীদের সংবর্ধনা, সম্মানিত হলেন ফার্মাসিউটিক্যাল জগতের বিশিষ্টজনও

অনুষ্ঠানে আরও বিশেষভাবে সম্মান জানানো হয় ফার্মাসিউটিক্যাল শিল্পের এক প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব, আলকেম ল্যাবরেটরিজ লিমিটেড-এর সিনিয়র কর্মকর্তা শ্রী প্রসেনজিৎ কুমার দাসকে। দীর্ঘদিন ধরে ফার্মাসিউটিক্যাল জগতে তাঁর অবদান এবং সামাজিক দায়িত্ববোধ তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁকে সংবর্ধনা জানাতে গিয়ে বক্তারা বলেন, “এমন মানুষেরা আমাদের সমাজের প্রকৃত নায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আইএনটিইউসি-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য, মৈনাক জাগিরদার, সায়ন রায়, প্রসেনজিৎ দেব, ঋতম পাল, বিনোদ তিওয়ারি এবং তাহির ও হাসানুল বান্না খান। তাঁরা সকলেই এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন।

প্রধান বক্তারা বলেন, আজকের দিনে শুধু শ্রমিকদের অধিকারের কথা বলাই নয়, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে শ্রমিক শ্রেণির অবদান অনস্বীকার্য। তাঁরা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি নিয়মিতভাবে নেওয়া হবে।

অনুষ্ঠানটি ঘিরে শহরে এক উষ্ণ ও ইতিবাচক আবহ তৈরি হয়। যাঁরা সম্মানিত হলেন, তাঁদের চোখেমুখে ছিল গর্ব আর কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই একসঙ্গে শ্রমিক একতা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করেন সভাস্থল।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…