বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল রামকৃষ্ণনগর জেলার উদ্যাগে পেহেলগামে আতঙ্কি হামলার প্রতিবাদী কার্যসূচি

প্রথমে পেহেলগামে পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত হওয়া ২৮ জন হিন্দুদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। তারপর তাদের বিদেহি আত্মার চিরশান্তি কামানার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল রামকৃষ্ণনগর জেলার কর্মকর্তারা স্লোগান দেন যে, পাকিস্তানি হুঁশিয়ার, জিহাদিরা হুশিয়ার, হিন্দু হিন্দু ভাই ভাই, জাতপাত করো বিদাই, জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়।

এ দিন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল রামকৃষ্ণ নগর জেলার উদ্যোগে রামকৃষ্ণনগর শহরের প্রধান সড়কের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল জ্বালানো হয়। এই ঘটনা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ রামকৃষ্ণনগর জেলা সম্পাদক পৃথ্বীশ নাথ।

তিনি বলেন আজকে আমরা রামকৃষ্ণনগর জেলাতে সমবেত হয়েছি, যারা এখানে সমবেত হয়েছি তাঁদের মধ্যে আমাদের সংঘ পরিবারের বিভিন্ন আয়াম, বিভিন্ন ভাতৃ সংগঠন এবং আমাদের রামকৃষ্ণনগর অঞ্চলের বিশিষ্ট সনাতনী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা। বিক্ষোভ প্রদর্শন তখনই হয় যখন আমাদের দেওয়ালে পিঠ লেগে যায়। আমাদের ধর্মের উপর আঘাত আসে। আমরা যখন নির্যাতিত হই, আমরা আর কত সহ্য করব ? সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জম্মু-কাশ্মীরের পেহেলগামে যে ২৮ জন হিন্দু পর্যটকদের পাকিস্তানি উগ্রপন্থীরা গুলি করে নির্মমভাবে হত্যা করে তাদেরকে আমরা সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই।

তৎসঙ্গে সেইসব পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এই হত্যা লীলার প্রতিবাদ স্বরূপ বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় স্তরের সূচনা অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন জেলায় এই প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই সঙ্গে সঙ্গতি রেখে রামকৃষ্ণ নগর জেলায়ও হচ্ছে। খুবই মর্মান্তিক ঘটনা হয়েছে জম্মু-কাশ্মীরে।

আমরা সবাই হিন্দুদের এক হতে হবে। এক হয়ে আমরা সবাই লড়বো। ভারত সরকার সিন্ধু জলও বন্ধ করে দিয়েছে। সিন্ধু জল বন্ধ হয়ে গেলে পাকিস্তানে হাহাকার লাগবে। প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অসিত বরণ নাথ, সহ সভাপতি প্রসেনজিৎ দাস,  রামকৃষ্ণনগর বিশ্ব হিন্দু পরিষদ প্রকন্ডের সভাপতি সঞ্জীব দাস, ঋষিকেশ বৈদ্য, সত্যম চন্দ, আশীষ রায়, সুবিনয় নাথ, বিশ্বরূপ ভট্টাচাৰ্য, দিপালী চৌধুরী, রেখা ভট্টাচার্য সহ আরো অনেকেই।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…