
হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি ২৩ এপ্রিল : কাশ্মীর ভ্রমণে গিয়ে সন্ত্রাসবাদীদের বন্দুকের মুখ থেকে প্রাণ ফিরে পাওয়া আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবাশীষ ভট্টাচার্য এবং করিমগঞ্জ নৃত্যনীড় কলাকেন্দ্রের অধ্যক্ষা ড.মধুমিতা দাস ভট্টাচার্য সহ পুত্রকে স্বগৃহে ফিরিয়ে আনতে তৎপর হলেন উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।বুধবার সরাসরি মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণের আবেদন জানান বিধায়ক। মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বধ্যভূমিতে পরিণত হয়েছে ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৬ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারেই বলে মনে করা হচ্ছে। এই হামলার পরেই শিরোনামে উঠে এসেছে এক জঙ্গি গোষ্ঠীর নাম ‘দ্য রেসিডেন্ট ফ্রন্ট।দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীর ভ্রমণে যাওয়া পর্যটকরা এদিন হঠাৎ করেই জঙ্গিদের আক্রমণের শিকার হন।

দুর্ভাগ্যক্রমে সেই পর্যটকদলে সামিল ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.দেবাশীষ ভট্টাচার্য, স্ত্রী ড. মধুমিতা দাস ভট্টাচার্য এবং তাদের পুত্র ধ্রুবদ্বীপ ভট্টাচার্য।প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে যাওয়া দেবাশীষ ভট্টাচার্যের মাথায় বন্দুক রেখে এক জঙ্গি মুখে ঈশ্বরের নাম উচ্চারণ করতে বলে।ভাগ্যক্রমে মুখ থেকে লা ইলাহি ইল্লালাহ বেরিয়ে পরে দেবাশীষ বাবুর এবং প্রাণরক্ষা হয়।
স্ত্রী-পুত্রকে নিয়ে পর্যটক বাসের নীচে আশ্রয় নেন এবং মৃত্যুকে খুব কাছ থেকে দেখে জীবনের এক সেরা অভিজ্ঞতাও অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ভট্টাচার্য।পরে কোনোক্রমে ফিরে আসেন নিরাপদ আস্থানায়।মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত দীর্ঘসময় পেরিয়ে যাবার পরও কোনোভাবেই সেই মুহূর্তকে ভুলতে পারেননি ড.দেবাশীষ ভট্টাচার্য এবং ড.মধুমিতা দাস ভট্টাচার্য সহ পুত্র ধ্রুবদ্বীপ।বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে অনেকটা ক্লান্ত ড.দেবাশীষ ভট্টাচার্য পরিবার নিয়ে কোনোক্রমে স্বগৃহে ফিরে আসার অপেক্ষা করছেন।
এদিকে বুধবার ফোনযোগে প্রথমে উওর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ড.দেবাশীষ ভট্টাচার্যের খোজখবর নেন।পরবর্তীতে যোগাযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে।মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান কমলাক্ষ।মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাসও দেন।