সোনামুড়া থানার ইতিহাসে নজিরবিহীন অভিযান, মাটির নিচ থেকে উদ্ধার ১ হাজার ৯৭ কেজি গাঁজা, গ্রেফতার এক

এস হোসেন বরাকবাণীপ্রতিনিধি বক্সনগর ২২ এপ্রিল: সোনামুড়ায় আবারো মাদক বিরোধী লড়াইয়ে দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ ও TSR-এর যৌথ বাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সোনামুড়া থানার পুলিশ ও TSR-এর ১১ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ী ৪ নম্বর ওয়ার্ডে এক বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালীন স্থানীয় এক বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মোট ২৫টি ড্রাম ভর্তি শুকনো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ছিল ১ হাজার ৯৭ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা। এই বিশাল মাদকের মজুত দেখে হতবাক স্থানীয় বাসিন্দারাও। জানা গেছে, ড্রামগুলো মৃত সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং ঘটনার সময় বাড়িতে উপস্থিত তার ছেলে জয়নাল আবদীনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া থানার ইনস্পেক্টর শুভঙ্কর দেববর্মা, এসআই জগবন্ধু দেবনাথ এবং TSR-এর সাহসী সদস্যরা। অভিযানের পর এসআই জগবন্ধু দেবনাথ বলেন, আমরা এই অভিযান চালিয়ে সাফল্য পেয়েছি। কিন্তু এখানেই থেমে থাকব না। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আরও জোরকদমে। এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সাধারণ মানুষ পুলিশের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকের এই কাণ্ডে আরও কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। সোনামুড়া থানার ইতিহাসে গাঁজা বিরোধী অভিযানে এটি অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে যেমন পুলিশ-TSR-এর তৎপরতা মাদক চক্রের বিরুদ্ধে বার্তা দিচ্ছে, অন্যদিকে এই অভিযান সাধারণ মানুষের মধ্যেও মাদক বিরোধী সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সমাজসচেতন মহল। মাদকের বিরুদ্ধে এভাবে একের পর এক অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশ যে ঘুম হারাম করে দিয়েছে মাদক ব্যবসায়ীদের, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…