সোনামুড়া থানার ইতিহাসে নজিরবিহীন অভিযান, মাটির নিচ থেকে উদ্ধার ১ হাজার ৯৭ কেজি গাঁজা, গ্রেফতার এক

এস হোসেন বরাকবাণীপ্রতিনিধি বক্সনগর ২২ এপ্রিল: সোনামুড়ায় আবারো মাদক বিরোধী লড়াইয়ে দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ ও TSR-এর যৌথ বাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সোনামুড়া থানার পুলিশ ও TSR-এর ১১ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ী ৪ নম্বর ওয়ার্ডে এক বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালীন স্থানীয় এক বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মোট ২৫টি ড্রাম ভর্তি শুকনো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ছিল ১ হাজার ৯৭ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা। এই বিশাল মাদকের মজুত দেখে হতবাক স্থানীয় বাসিন্দারাও। জানা গেছে, ড্রামগুলো মৃত সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং ঘটনার সময় বাড়িতে উপস্থিত তার ছেলে জয়নাল আবদীনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া থানার ইনস্পেক্টর শুভঙ্কর দেববর্মা, এসআই জগবন্ধু দেবনাথ এবং TSR-এর সাহসী সদস্যরা। অভিযানের পর এসআই জগবন্ধু দেবনাথ বলেন, আমরা এই অভিযান চালিয়ে সাফল্য পেয়েছি। কিন্তু এখানেই থেমে থাকব না। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আরও জোরকদমে। এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সাধারণ মানুষ পুলিশের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকের এই কাণ্ডে আরও কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। সোনামুড়া থানার ইতিহাসে গাঁজা বিরোধী অভিযানে এটি অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে যেমন পুলিশ-TSR-এর তৎপরতা মাদক চক্রের বিরুদ্ধে বার্তা দিচ্ছে, অন্যদিকে এই অভিযান সাধারণ মানুষের মধ্যেও মাদক বিরোধী সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সমাজসচেতন মহল। মাদকের বিরুদ্ধে এভাবে একের পর এক অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশ যে ঘুম হারাম করে দিয়েছে মাদক ব্যবসায়ীদের, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…