
বরাকবাণী প্রতিবেদন শিলচর ২২ এপ্রিল: শিলচর শহর ফের কেঁপে উঠল ড্রাগস চক্রের আতঙ্কে। গোপন সূত্রের ভিত্তিতে চালানো কাছাড় জেলা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল দুই কুখ্যাত মাদক কারবারি। বৃহস্পতিবার রাতে শিলচরের ঘুঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জয়দীপ দাস ও রাহুল দাস নামে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৯টি ছোট ছোট প্লাস্টিক কন্টেইনারে ভরা বিশাল পরিমাণ হেরোইন। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। ঘটনাস্থল থেকে সমস্ত হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পর কাছাড় পুলিশ সুপার জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এই ধরণের মাদক ব্যবসায়ীদের কোনও রেয়াত করা হবে না। স্থানীয়দের বক্তব্য, ঘুঙ্গুর এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি মাদক কারবারে লিপ্ত ছিল।
পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে ঠিকই, তবে তারা চান যেন এই অভিযান অব্যাহত থাকে এবং মাদকের মূল শিকড় উপড়ে ফেলা হয়।