ভৈরবনগরে ঝড় তুলবে বিজেপি, কংগ্রেস উড়ে যাবে, জোরালো হুঁশিয়ারি বিধায়ক বিজয় মালাকারের

শনিবার কালীবাড়ি বাজারের পারিজাত বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় এক বিশাল সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন আনন্দপুর, গামারিয়া, গন্ধিনগর ও কালিনগর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি, শক্তিকেন্দ্র ইনচার্জ সহ শতাধিক বিজেপি নেতা-কর্মী। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বিজয় জানান, বিরোধীরা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু তাতে কোনও লাভ হবে না। বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে জনগণ আমাদের পাশে রয়েছে।

বিজয় মালাকার আরও বলেন, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের বহু আসনে বিরোধীরা মনোনয়নই জমা দিতে পারেনি। তাঁর কথায়, কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলির অবস্থান এখন অস্তিত্বহীন। তারা বিজেপির মোকাবিলা করার সাহস পর্যন্ত দেখাতে পারছে না। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমস্ত স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই—২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রতিটি গ্রামে বিজেপির জয় নিশ্চিত করা।

অন্যদিকে, ভৈরবনগর জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী সুমন্ত কুমার দাস মনোনয়নপত্র জমা দেওয়ার পর দাবি করেছিলেন, তিনি অন্তত পাঁচ থেকে সাত হাজার ভোটে জয়লাভ করবেন। এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক বিজয়। তিনি বলেন, স্বপ্ন দেখা দোষের নয়, তবে স্বপ্ন দেখে যদি কেউ বাস্তব ভুলে বসে, তাহলে তাকে জাগিয়ে তোলার দায়িত্বও আমাদের। সব মিলিয়ে, ভৈরবনগর আসনে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই জমে উঠেছে, তবে বিজেপির পক্ষ থেকে বার্তা স্পষ্ট—এই আসনে জয় তাদের নিশ্চিত।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…