
বিমল চৌধুরী বরাকবাণী প্রতিনিধি ২০এপ্রিল: আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ঠিক সেই প্রেক্ষাপটেই ভৈরবনগর জেলা পরিষদ আসনকে কেন্দ্র করে একগুচ্ছ আত্মবিশ্বাসী মন্তব্য করলেন বিধায়ক বিজয় মালাকার। তাঁর স্পষ্ট দাবি—এই আসনে কংগ্রেস ঝড়ের মতো উড়ে যাবে, আর বিপুল ভোটে জয়ী হবেন বিজেপির প্রার্থী রাজেশ দাস।
শনিবার কালীবাড়ি বাজারের পারিজাত বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় এক বিশাল সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন আনন্দপুর, গামারিয়া, গন্ধিনগর ও কালিনগর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি, শক্তিকেন্দ্র ইনচার্জ সহ শতাধিক বিজেপি নেতা-কর্মী। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বিজয় জানান, বিরোধীরা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু তাতে কোনও লাভ হবে না। বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে জনগণ আমাদের পাশে রয়েছে।
বিজয় মালাকার আরও বলেন, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের বহু আসনে বিরোধীরা মনোনয়নই জমা দিতে পারেনি। তাঁর কথায়, কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলির অবস্থান এখন অস্তিত্বহীন। তারা বিজেপির মোকাবিলা করার সাহস পর্যন্ত দেখাতে পারছে না। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমস্ত স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই—২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রতিটি গ্রামে বিজেপির জয় নিশ্চিত করা।
অন্যদিকে, ভৈরবনগর জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী সুমন্ত কুমার দাস মনোনয়নপত্র জমা দেওয়ার পর দাবি করেছিলেন, তিনি অন্তত পাঁচ থেকে সাত হাজার ভোটে জয়লাভ করবেন। এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক বিজয়। তিনি বলেন, স্বপ্ন দেখা দোষের নয়, তবে স্বপ্ন দেখে যদি কেউ বাস্তব ভুলে বসে, তাহলে তাকে জাগিয়ে তোলার দায়িত্বও আমাদের। সব মিলিয়ে, ভৈরবনগর আসনে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই জমে উঠেছে, তবে বিজেপির পক্ষ থেকে বার্তা স্পষ্ট—এই আসনে জয় তাদের নিশ্চিত।