কাছাড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি তুঙ্গে, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জোর তৎপরতা প্রশাসনের

সাংবাদিক সম্মেলনে জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমল মাহাত্তা জানিয়েছেন, এবারের পঞ্চায়েত ভোটে মোট ১৭০৬টি ভোটকেন্দ্র থাকবে। এর মধ্যে ২৭৪টি শুধুমাত্র মহিলাদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র, যা এক অনন্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর দিক থেকে। জেলায় মোট ১০ লক্ষ ৬০ হাজার ১৫৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লক্ষ ৩১ হাজার ৬৬১ জন, মহিলা ভোটার ৫ লক্ষ ২৮ হাজার ৪৭৯ জন এবং অন্যান্য ভোটার ১৫ জন। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, কাছাড় জেলায় নারী ও পুরুষ ভোটারের সংখ্যায় প্রায় সমতা রয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক ইতিবাচক দিক।

জেলাশাসক এবং পুলিশ সুপার দুজনেই আশ্বাস দিয়েছেন, ভোট যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সংবেদনশীল কেন্দ্রগুলিতে বিশেষ নজর দেওয়া হবে। তাঁরা আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে ২৫টি জেলা পরিষদের আসনে নির্বাচন হবে, যার মধ্যে ইতিমধ্যে ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন নিঃসংকোচে ভোটকেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোটদানের জন্য প্রয়োজনীয় সব রকম সুযোগ-সুবিধা প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হবে। এইভাবে কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এখন শুধু অপেক্ষা সেই বিশেষ দিনের, যেদিন জেলার মানুষ রায় দেবেন, তাঁদের এলাকার ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে থাকবে।

  • Related Posts

    আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

    বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

    লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

    হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…