পৌঢ়ের ধর্ষণের শিকার বিশেষ ভাবে সক্ষম হিন্দু যুবতী, টান টান উত্তেজনা নিলামবাজারে

নিলামবাজারের লামাবাহাদুরপুরে গ্রামে জঘ”ন্য  অপরাধের ঘটনা ঘিরে হিন্দুরক্ষী দল ও বজরং দলের প্রতিবাদে উত্ত”প্ত হয় পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তম-মধ্যম দিয়ে ভিন্নধর্মী যুব”তির সঙ্গে কুকর্ম করা লম্পট পৌঢ়কে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। একাকিত্বের সুযোগ নিয়ে ঘরে ঢুকে কুকর্ম সংঘটিত করেছে পড়শি গ্রামের লম্পট পৌঢ় লম্পট ফরিজ। যুবতির বাড়িতেই অভিযুক্ত শ্রমিকের কাজে নিয়োজিত ছিল বলে জানাগেছে। খবর পেয়ে রণংদেহী মেজাজে দেখা গেল বিজেপিনেত্রী শিপ্রা গুণকে,অভিযুক্ত পৌঢ়কে হাতের নাগালে পেয়ে কসিয়ে চড় বিজেপি নেত্রী সহ অনেকেই। প”লায়নের চেষ্টা করেও পার পায়নি ল”ম্পট, পুলিশকে সহযোগীতায় এগিয়ে এলেন স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়ন আধা সামরিক বাহিনী,ঘটনার বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন হিন্দু মানুষ। এক সময় পরিস্থিতির খোঁজ নিতে জেলা সদর থেকে ঘটনাস্থলে পৌছলেন শ্রীভূমি পুলিশের ডিএসপি। উল্লেখ্য নিলামবাজার থানা এলাকার লামাবাহাদুরপুর দ্বিতীয় খণ্ডে । আজ দুপুরে একাকিত্বের সুযোগে থানা এলাকার কোনো এক গ্রামের বাসিন্দা মানসিক অসুস্থ যুবতির মা-বাবা বাড়িতে না থাকার একাকিত্বের সুযোগে ঘরে ঢুকে ভিন্নধর্মী পৌঢ় জোরজবরদস্তি কুকর্ম সংঘটিত করে পালিয়ে যাওয়ার জঘন্য ঘটনাকে ঘিরে তুমুল  উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় । অভিযোগ মতে, থানা এলাকার লামাবাহাদুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অভিযুক্ত ফরিজ উদ্দিন যুবতির বাড়িতেই শ্রমিকের কাজে নিয়োজিত থাকা অবস্থায় সুযোগ বুঝেই ঘরে ঢুকে মানসিক অসুস্থ যুবতির সঙ্গে কুকর্ম সংঘটিত করে পালিয়ে যায় । পৌঢ়ের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছে যুবতি ।

তাৎক্ষণিক ভাবে প্রথমে নিলামবাজার এবং পরে জেলা অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবতিকে । পুলিশ ঘটনায় দ্রুত পদক্ষেপ করে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ফরিজ উদ্দিনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন । পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত পালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালালে ক্ষোব্ধ জনতা বেধম উত্তম মাধ্যমে দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে । ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিলামবাজার সহ পুরো সীমান্ত জেলায় । পুলিশ সুপার পার্থ প্রতীম দাস দ্রুততার সঙ্গে পরেস্থিতির রাশ মুঠোয় রাখতে পদক্ষেপ গ্রহণ করেছেন । ভোটের মুখে ঘটনা ঘিরে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় তার জন্য কড়া সতর্কতা অবলম্বন করেছেন জেলা পুলিশ সুপার ।  এদিকে এদিনের ঘটনা পর বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতি তথা থানা নাগরিক কমিটির চেয়ারম্যান অভিজিৎ রায় ঘটনাস্থলে গিয়ে নিজেকে জাহির করতে চাহিলে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু রক্ষী দলের সদস‍্যরা পুলিশের সামনে উনাকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার জন্য ক্ষেঁপে উঠেন। তাদের কথায় বিগত দিনে তিনি নাকি লভ জেহাদ কাণ্ডে  লক্ষ লক্ষ টাকা ভাগ বাটোহারা করে  ভিন্ন ধর্মী অভিযুক্তদের সাহায্য করেছেন। ঘটনার রেশ বুঝে এদিন এখান থেকে গা ঢাকা দেন অভিজিৎ রায় ওরফে রাজা। এই ঘটনার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু রক্ষী দল নির্যাতিতার পরিবারের ন্যায় পাইয়ে দিতে শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তারা।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…