কাছাড় জেলায় অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের ছড়াছড়ি!  শিক্ষার নামে প্রতারণার রমরমা ব্যবসা

এই প্রতিষ্ঠান শিক্ষাদানের চেয়ে অর্থ উপার্জনের দিকেই বেশি মনোযোগী বলে মনে হয়। নিম্নমানের পাঠ্যক্রম, অনভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান, এবং প্রশাসনিক অনুমোদন ছাড়াই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অভিভাবকদের কষ্টার্জিত অর্থ যেমন অপচয় হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের ভবিষ্যতও ধোঁয়াশায় পড়ছে। শুধু ‘আল ইমরান মন্টেসরি স্কুল’ নয়, কাছাড় জেলায় এমন আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা অনুমোদন ছাড়াই স্কুল পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্বীকৃতিহীন সনদ প্রদান করে অভিভাবকদের বিভ্রান্ত করছে। সস্তায় শিক্ষক নিয়োগ, নিম্নমানের অবকাঠামো, এবং শিক্ষার ন্যূনতম মান বজায় বাজায় রাখতে অক্ষম—সবমিলিয়ে এ ধরনের প্রতিষ্ঠান শিক্ষাব্যবস্থার মানকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।

এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন কেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? শিক্ষা বিভাগ ও স্থানীয় প্রশাসনের উচিত দ্রুততার সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি, অভিভাবকদেরও আরও সচেতন হতে হবে। সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে প্রতিষ্ঠানটির অনুমোদন, বৈধতা, এবং শিক্ষা বোর্ডের স্বীকৃতি যাচাই করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র চটকদার বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে।

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কাছাড় জেলায় অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করতে পিছপা হবো না। পর্যায়ক্রমে এই ধরনের ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়। শিক্ষার নামে এই বাণিজ্য বন্ধ করতে প্রশাসন, অভিভাবক এবং শিক্ষাবিদ—সবারই এগিয়ে আসা দরকার। সচেতনতা এবং সক্রিয় উদ্যোগই পারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে। তাই সকলের প্রতি আহ্বান, শিক্ষা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করুন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করুন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উন্নত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করুন। আমাদের পরবর্তী প্রতিবেদনের জন্য সঙ্গে থাকুন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…