সোনাই পৌরসভার উন্নয়নমূলক প্রকল্পে মন্ত্রীর প্রশংসা

তিন কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে সোনাই পৌরসভার ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক ও বিধায়ক সাজু

বরাকবাণী প্রতিবেদনঃ সোনাই, ২৭ জানুয়ারি: সোনাই পৌরসভার উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে তিন কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে স্থায়ী পৌর ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনি-খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার মতিনগর রোডের পুরনো জি পি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই বিধানসভার বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া।

পৌরসভার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মন্ত্রী কৌশিক রায় একই দিনে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, সার্কল অফিসার মারিয়া তানিম, পৌরসভার একজিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা এবং ওয়ার্ড কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় সোনাই পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বলেন, প্রথমবার নির্বাচিত পৌরবোর্ড এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। রাজ্য সরকারের সহযোগিতায় সোনাইয়ে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে এবং প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছানোর চেষ্টা চলছে। বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া তার বক্তব্যে সোনাই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সোনাই পৌরসভার বিভিন্ন প্রকল্প এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানের শুরুতে ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম শহরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সোনাই হাসপাতালে পঞ্চাশ বেডে রূপান্তরের দাবি জানান। পাশাপাশি একটি টাউন হল নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় রাষ্ট্রীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সোনাই পৌরসভার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে উন্নয়নের নতুন আশার সঞ্চার করেছে।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…