২৫ লক্ষ টাকায় চৈতন্যনগর মডেল অঙ্গনওয়াডি সেন্টারের শিলান্যাস

বরাকবাণী প্রতিনিধি, শ্রীভূমি প্রতিনিধি মইনুল হক, ২৭ জানুয়ারি: ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিনে চৈতন্যনগর ৫৩ নম্বর অঙ্গনওয়াডি সেন্টারকে মডেল সেন্টারে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসাম সরকারের বরাদ্দ ২৫ লক্ষ টাকায় এই নতুন ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি ও সম্ভাব্য বিধানসভা প্রার্থী সুব্রত ভট্টাচার্য এবং নির্মাণ কমিটির চেয়ারম্যান মনোজিৎ চক্রবর্তী।

বিগত সময়ে সেন্টারটির জরাজীর্ণ ভবন মেরামতের জন্য অর্থ বরাদ্দ হলেও জমি সংক্রান্ত সমস্যার কারণে কাজটি বাস্তবায়িত হয়নি। তবে স্থানীয়দের উদ্যোগে গোপীনাথ জিউ মন্দির কর্তৃপক্ষের জমি দানের মাধ্যমে সমস্যার সমাধান হয়। এর ফলে সেন্টারের নতুন ভবন তৈরির পথ সুগম হয়। শিলান্যাস উপলক্ষে আয়োজিত সভায় শিক্ষক লিটন ধর স্বাগত বক্তব্য রাখেন এবং মডেল সেন্টারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভায় জগন্নাথ আশ্রম পরিচালনা সমিতির সম্পাদক বিমল কুমার ধর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামের উন্নয়নে আরও সহযোগিতার আবেদন জানান।

বিশিষ্ট বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে রাজ্যের প্রতিটি অঞ্চলে উন্নয়ন হচ্ছে এবং শ্রীভূমি ও চৈতন্যনগরের দূরত্ব ঘোচাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সুব্রত ভট্টাচার্য মডেল সেন্টারের ভূমিকার প্রশংসা করে বলেন, এই প্রকল্প শিশুদের শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি তিনি দাতব্য জমি ও জগন্নাথ আশ্রম কর্তৃপক্ষের সামাজিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্মাণ কমিটির সভাপতি মনোজিৎ চক্রবর্তী প্রতিশ্রুতি দেন, প্রকল্পটি দ্রুত এবং উচ্চ মান বজায় রেখে সম্পন্ন করা হবে। সভার শেষে বিশিষ্ট অতিথিদের মাধ্যমে আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হয়।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…