সোনাইয়ে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ যুবক গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন,সোনাই,২৭ জানুয়ারিঃ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে সোনাই থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এই অভিযান পরিচালিত হয়। সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির রাঙ্গির ঘাট দ্বিতীয় খণ্ডের আমজুর ঘাট এলাকায় সোনাই-লক্ষ্মীপুর পূর্ত সড়কে অভিযান চালিয়ে সাহাজ উদ্দিন লস্কর ওরফে বাপন হোসেন নামে এক যুবককে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে পাঁচটি সাবানের প্লাস্টিক বাক্সে রাখা ১৯৭.৮৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত AS11AD3270 নম্বরের একটি স্কুটি এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…