
বরাকবাণী প্রতিবেদন,সোনাই,২৭ জানুয়ারিঃ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে সোনাই থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এই অভিযান পরিচালিত হয়। সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির রাঙ্গির ঘাট দ্বিতীয় খণ্ডের আমজুর ঘাট এলাকায় সোনাই-লক্ষ্মীপুর পূর্ত সড়কে অভিযান চালিয়ে সাহাজ উদ্দিন লস্কর ওরফে বাপন হোসেন নামে এক যুবককে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে পাঁচটি সাবানের প্লাস্টিক বাক্সে রাখা ১৯৭.৮৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত AS11AD3270 নম্বরের একটি স্কুটি এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি।