শিক্ষকের বদলিতে রাজ্যেশ্বরপুর গ্রামে শোকের ছায়া

বরাকবাণী প্রতিবেদনঃকাটিগড়াঃ২৭ জানুয়ারিঃ কাঠিগড়া শিক্ষা খন্ডের রাজ্যেশ্বরপুর গ্রামের ৯৫৪ নং রাজ্যেশ্বরপুর এলপি স্কুলে নেমে এসেছে শোকের ছায়া। স্কুলের প্রধান শিক্ষক এবাদুর রহমানের বদলির নির্দেশে গোটা গ্রামে বিরাজ করছে বিষাদের পরিবেশ। গত ২৬ জানুয়ারি, বদলির খবর জানার পর স্কুলের ছাত্র-ছাত্রীরা দারুণভাবে মর্মাহত হয়। শিক্ষককে ঘিরে ধরে তারা কান্নায় ভেঙে পড়ে। তাদের একটাই আকুতি, প্রিয় স্যার যেন তাদের স্কুল ছেড়ে না যান।

শুধু ছাত্র-ছাত্রী নয়, খবর শুনে গ্রামের বাসিন্দারাও স্কুলে ছুটে আসেন। তাদের সবার দাবী একটাই, এবাদুর রহমান যেন এই স্কুলেই থেকে যান। গ্রামবাসীরা জানান, স্যার এই স্কুলে যোগদানের পর থেকেই শিক্ষার মান বহুগুণে উন্নত হয়েছে। গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। অনেক প্রাইভেট স্কুলমুখী ছাত্র-ছাত্রীও ফের সরকারি স্কুলে ফিরেছে। শিক্ষক এবাদুর নিজের সন্তানদের মতো করে পড়াশোনা করান, যা তাকে সবার প্রিয় করে তুলেছে।

গ্রামবাসীদের মতে, এই শিক্ষক শুধু শিক্ষার মান উন্নত করেননি, বরং গোটা গ্রামের শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই কোনো অবস্থাতেই তাকে এখান থেকে অন্যত্র বদলি হতে দেওয়া যাবে না। গ্রামের মানুষ ও অভিভাবকেরা একত্রিত হয়ে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, এবাদুর রহমানের বদলির নির্দেশ দ্রুত রদ করা হোক। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, যদি তাদের দাবী উপেক্ষা করা হয়, তবে তারা বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের আবেগ আর দাবি কতটা গ্রহণযোগ্য হয়, তা এখন সময়ই বলে দেবে। তবে তাদের স্নেহের শিক্ষক এবাদুর রহমানের বিদায় যেন এই গ্রামে অন্ধকারের ছায়া না ফেলে—এটাই সবার প্রার্থনা।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…