
বরাকবাণী প্রতিবেদন,শ্রীভুমি,২৫ জানুয়ারিঃ শ্রীভূমি জেলার বাজারিছড়া পুলিশ দীর্ঘ তদন্তের পর অবশেষে প্রসেনজিৎ আকুড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অমিত গৌড়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শুক্রবার রাতে লালা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ঘন জঙ্গল থেকে পলাতক অমিতকে আটক করা হয়। প্রসেনজিৎ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত উত্তম গৌড়ের শ্যালক অমিত গৌড়। তদন্তে উঠে এসেছে, উত্তম ও অমিত মিলে গত ১৪ জানুয়ারি প্রসেনজিৎ আকুড়াকে নির্মমভাবে হত্যা করে। সিসিটিভি ফুটেজে এই হত্যাকাণ্ডের স্পষ্ট প্রমাণ রয়েছে। তবে প্রাথমিকভাবে রাজনৈতিক চাপে স্থানীয় প্রাণ গৌড়কে পুলিশ গ্রেপ্তার করেছিল।
পরবর্তীতে তদন্তে পুলিশ অমিত গৌড়ের জড়িত থাকার শক্ত প্রমাণ পায় এবং তাকে গ্রেপ্তার করে। প্রাণ গৌড়ের পরিবার পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণও সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। প্রসেনজিতের পরিবার এবং এলাকাবাসী এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে, যাতে অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত হয়।