
আগামী ৩০শে জানুয়ারি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনাঃ ডিটিও
বরাকবাণী প্রতিবেদন,শিলচর,২৫ জানুয়ারি: সড়ক দুর্ঘটনা আমাদের জীবনের এক অপ্রত্যাশিত এবং ভয়ানক বাস্তবতা। এমনই একটি ঘটনা ঘটেছিল শিলচরের সুখময় দত্তের জীবনে, যা প্রমাণ করে হেলমেট পরিধানের অপরিসীম গুরুত্ব। সুখময় দত্ত, শিলচরের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বিজেপির একনিষ্ঠ কর্মী, আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার নাম। তাঁর জীবনের একটি ঘটনা আমাদের চোখ খুলে দেয় যে, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হেলমেট কতটা গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। তাঁর শরীরের বাম দিক—পা, কোমর এবং হাত—ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, তাঁর মাথায় কোনো আঘাত লাগেনি। এর কারণ ছিল শুধুমাত্র হেলমেট। সুখময় দত্ত বলেন, “এক মিনিটের পথ হলেও আমি হেলমেট পরতাম। কখনোই হেলমেট ছাড়া মোটরসাইকেলে বসিনি। আর এটাই আমার প্রাণ বাঁচিয়েছে।”
এই ঘটনা জানতে পারেন কাছাড় জেলার ডিটিও (জেলা পরিবহন অফিসার)। সাংবাদিক রাজু দে’র মাধ্যমে সুখময় দত্তের সাহসী এবং সচেতন অভ্যাসের কথা শুনে ডিটিও তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেন। ডিটিও মনে করেন, সুখময় দত্তের ঘটনা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি জীবন্ত উদাহরণ হতে পারে। তাই আগামী ৩০ জানুয়ারি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সুখময় দত্তকে সংবর্ধনা জানানো হবে।
এই প্রসঙ্গে সুখময় দত্ত বলেন,, “হেলমেট ছাড়া রাস্তায় নামা নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলার সমান। এই অভ্যাসটি আমাকে দ্বিতীয়বার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি সকল মোটরসাইকেল চালককে অনুরোধ করি, দয়া করে হেলমেট পরিধান করুন। এটি শুধু আপনার নয়, আপনার পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ।”সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় হেলমেট পরিধানের গুরুত্ব বোঝা অত্যন্ত প্রয়োজন। সুখময় দত্তের গল্পটি আমাদের সচেতন হওয়ার আহ্বান জানায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে, একটি হেলমেট পারে একটি জীবন বাঁচাতে। আমাদের প্রত্যেকের উচিত সড়ক নিরাপত্তা আইন মেনে চলা এবং নিজের জীবন সুরক্ষিত রাখা।