শ্রী ভূমি জেলা ও ভৈরব নগর মন্ডলের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,২৫ জানুয়ারিঃ রাষ্ট্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সমগ্র ভারতবর্ষের সঙ্গে মিল রেখে শনিবার শনবিলের দেবদ্বারে ভারতীয় জনতা পার্টির শ্রী ভূমি জেলা ও ভৈরব নগর মন্ডলের যৌথ উদ্যোগে সংবিধান দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এতে অংশগ্রহণ করেন বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, এস সি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রী ভূমি জেলার সহ সভাপতি রথী রঞ্জন দাস, ভৈরব নগর মন্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস, এস সি মোর্চার সভাপতি সুরমণি সরকার এবং ভৈরব নগর মন্ডল বিজেপির সম্পাদক রাজেশ দাস।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এস সি মোর্চার পক্ষ থেকে বিধায়ক বিজয় মালাকারকে ড. বি.আর. আম্বেদকরের প্রতিকৃতি তুলে দেওয়া হয়। এসময় মহিলা মোর্চার কর্মকর্তারা পুরনো কার্যকর্তাদেরও উত্তরীয় দিয়ে সম্মান জানান। একটি দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শৈল্পিক অংশ শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন শ্রী ভূমি জেলার বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। এরপর সংবিধানের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন কবি ও সাহিত্যিক অসিত চক্রবর্তী, বিধায়ক বিজয় মালাকার, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং এস সি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশীষ রায় ও শেখর দাস। অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভৈরব নগর মন্ডলের সভাপতি হীরেশ বিশ্বাস, এস সি মোর্চার সভাপতি সুরমণি সরকার, সম্পাদক নিগমানন্দ ভারতী ও রাজেশ দাস। অনুষ্ঠানের অন্যান্য উল্লেখযোগ্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন উমা শংকর বানিয়া, অমৃত পাল, চন্দন ভর, সৌরভ দাস ও জয়ন্ত দাস। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…