আসাম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশন র পক্ষ থেকে ভিজিল্যান্স অফিসার মনোনীত: চিকিৎসক অভিজিৎ নেওগ

বরাকবাণী প্রতিবেদনঃশিলচরঃ২০ জানুয়ারিঃ রাজ্যে হুঁ হুঁ করে বাড়ছে অবৈধ তথা অনুমতি বিহীন চিকিৎসক দের দৌরাত্ম্য।মুন্নাভাই চিকিৎসক দের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ ভুক্তভোগী রোগীরা। আর এই দৌরাত্ম্য প্রতিরোধে সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থতার নজির গড়লেও নীরব নয় কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশন। যার প্রমাণ রাজ্যের অবৈধ এবং ভুয়ো চিকিৎসক প্রমাণিত করে সরকারের দৃষ্টিগোচর করার জন্য এক যথোপযুক্ত প্রয়াস হাতে নিয়ে এবার নতুন পন্থা অবলম্বন করেছে  আসাম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশন। এবার কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশন এর পক্ষ থেকে ভিজিলেন্স অফিসার নিয়োগ করা হয় বিশিষ্ট চিকিৎসক ডা: অভিজিৎ নেওগ কে। অভিজিৎ নেওগ দীর্ঘদিন ধরে অবৈধ এবং ভুয়ো চিকিৎসক নিয়ে অভিযান চালিয়ে সরকারের দৃষ্টিগোচর করে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা অটুট রাখতে যথোপযুক্ত প্রয়াস চালিয়ে গেছেন। তৎসঙ্গে তিনি গৌহাটি আর্য হাসপাতালের প্রশাসনিক আধিকারিক এর দায়িত্ব পালন করে চলছেন ডাঃ নেওগ। তাঁর এই ফলস্বরূপ অভিজিৎ নেওগ এর কর্মতৎপরতা  একপ্রকারের স্বীকৃতি প্রাপ্ত হয়। আর এই ভিজিলেন্স অফিসার এর দায়িত্বে চিকিৎসক ডা: অভিজিৎ নেওগ কে মনোনীত করায় বৈধ চিকিৎসক মহল এনিয়ে খুশি ব্যক্ত করেন। এবং অনেকেই আশাবাদী রাজ্যের মুন্নাভাই চিকিৎসক দের দৌরাত্ম্য প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে তৎপর থাকবেন নবাগত ভিজিলেন্স অফিসার ডাঃ অভিজিৎ নেওগ। ডাঃ অভিজিৎ নেওগ কে বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এবং যুব বিচিত্রা পত্রিকা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…