কালাইন পুলিশের বিশাল সাফল্য: দিগরখাল টোলগেটে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

বরাকবাণী প্রতিবেদনঃকালাইনঃ২০ জানুয়ারিঃ কালাইন পুলিশ এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কাছাড় জেলার দিগরখাল টোলগেটে রুটিন তল্লাশির সময় একটি বলরো পিকআপ গাড়ি থেকে ২ কিলোগ্রাম গাঁজা এবং ৮,৬৪০ বোতল নিষিদ্ধ কডাইন কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই নেশা সামগ্রীগুলি মেঘালয় থেকে মিজোরামের আইজল শহরে পাচার করা হচ্ছিল। তবে কালাইন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কুলেন্দ্র কুমার হুজুরীর নেতৃত্বে পুলিশের তৎপরতার ফলে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। অভিযানের সময় ব্যবহৃত পিকআপ গাড়িটিও পুলিশ জব্দ করেছে।

উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। অভিযানের সময় জয়লালধন তাঙ্গা নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে, যিনি মিজোরামের আইজলের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই চক্রে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…