ষাঁড় চুরির পরিকল্পনা ভেস্তে দিল কালিবাড়ি পুলিশ, গ্রেফতার ২

বরাকবাণী প্রতিনিধিঃবিমল চৌধুরী শনবিলঃ২০ জানুয়ারিঃ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির দ্রুত পদক্ষেপে ভেস্তে গেল ষাঁড় গরু চুরির পরিকল্পনা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গামারিয়া বাজার সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ষাঁড়টি। চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিগত কয়েক মাস ধরে রামকৃষ্ণনগর এলাকার বিভিন্ন গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। মন্দির, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, এমনকি গবাদি পশুও নিশি চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না। গ্রামবাসীরা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও, কালিবাড়ি পুলিশ সম্প্রতি চোরদের ধরতে গভীর রাতে এলাকায় অভিযান চালানো শুরু করে।

গত বৃহস্পতিবার বাখালকান্দি গ্রামের শুকুর আলীর একটি ষাঁড় গরু চুরি হয়ে যায়। তিনি জানান, দুটি গরু চড়াতে দিলেও একটি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও গরুটির কোনো সন্ধান না পেয়ে বিষয়টি জানাজানি করেন। এ সময় গামারিয়া এলাকার দুই গাড়ি চালক জানান, দুই যুবক—আমির হোসেন ও মুজিব উদ্দিন—অসময়ে দ্বিগুণ টাকায় ট্রাক ভাড়া করতে চেয়েছিলেন। এতে চালকদের সন্দেহ হয় এবং তারা বিষয়টি গ্রামবাসীদের জানান।

গ্রামবাসীরা ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে অস্বীকার করে। কিন্তু ট্রাক চালকদের সামনে আনলে তারা চুরির কথা স্বীকার করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে জঙ্গল থেকে গরুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গরুটি মালিক শুকুর আলীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা কালিবাড়ি পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন এবং চুরি ঠেকাতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…