শিলচর শঙ্করমঠ ও মিশনে পার্থসারথি শিব মন্দিরের শুভ উদ্বোধন, স্বামী তপনানন্দ গিরি মহারাজ

বরাকবাণী প্রতিবেদনঃশিলচরঃ২০ জানুয়ারিঃ রবিবার সন্ধ্যায় শিলচরের সোনাই রোডে মহাপ্রভু সরণিতে অবস্থিত শঙ্করমঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথি শিব মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় বৈদিক মন্ত্রোচ্চারণ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এই শুভ উদ্বোধন সম্পন্ন করেন। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ত এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনটি বিশেষ আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। ভোরে ব্রহ্ম মূহূর্তে মঙ্গলারতি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রীরুদ্রাভিষেক, গীতা পাঠ, হনুমান চালিশা পাঠ, রাম-নাম স্তোত্র পাঠ সহ নানান ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। মিশনের ছাত্র-ছাত্রীরা এসব কার্যক্রমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের অংশ হিসেবে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়।

এবছরও শঙ্করমঠে সনাতনী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থার অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, ভোলা গিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ এবং শঙ্করমঠ ও মিশনের বারাসত শাখার কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী পল্লবানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ অন্যান্য সম্মানিত সাধু-সন্ত। সম্মেলন পরিচালনায় ছিলেন শঙ্করমঠের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ।

বক্তব্যে বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, “সনাতন ধর্মের ঐতিহ্য আত্মত্যাগ ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ। এই চেতনার মাধ্যমেই দেশ ও জাতির উন্নতি সম্ভব।” শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার বক্তব্যে সনাতন ধর্মের উদারতা ও আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, “সনাতন ধর্ম কারও জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করে না। এটি প্রতিটি মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করে।”

ধর্মের আসল কাজ হল মানুষকে আধ্যাত্মিক চেতনার জন্য প্রস্তুত করা। যেসব ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনার স্থান, ধর্মগ্রন্থ, গুরু এবং গাইড এবং প্রয়োজনীয় অনুশীলনগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি ধর্মচর্চার এবং এইভাবে আধ্যাত্মিক চেতনা অর্জনের সহায়ক,যেমন শঙ্কর মঠ ও মিশন। তিনি এই শঙ্করমঠ ও মিশনে আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা‌র নেতৃত্বে একজন বিধায়ক হিসাবে নিজ দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উক্ত মন্দিরের নির্মাণের কাজে সরকারি অর্থ লাগাতে পেরে নিজ জীবনকে ধন্য মনে করেন। শিলচরবাসীর জন্য এদিনটি স্মরণীয় হয়ে থাকবে।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…