
বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,১৫ জানুয়ারি: অসম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্ত তথা সদ্য অসম সরকারের বিত্তীয় পরিচালনা আধিকারিক, গৃহ নির্মাণ এবং নগর উন্নয়ন বিভাগে নিযুক্তি পাওয়া পাথারকান্দিরই সুসন্তান সন্দীপ দত্তকে সংবর্ধনা জানালো পাথারকান্দি প্ৰণবানন্দ বিদ্যামন্দির। এ উপলক্ষ্যে গত শনিবার ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্ৰণবানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে এনিয়ে আয়োজিত সংবর্ধনা সভায় সন্দীপ দত্ত স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি পড়াশুনায় আরোও মনোনিবেশের আহ্বান জানান। বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আজকালকের পঠন-পাঠে ও অনেক পরিবর্তন হয়েছে। শুধুমাত্র বই পত্র দেখে জ্ঞান আহরণের দিন ধীরে ধীরে শেষ হতে চলেছে। বিশ্বায়নের যুগে মোবাইল, ইন্টারনেটের মত অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জ্ঞান আহরণের সুযোগ এসেছে। তাই এটাকে সঠিক ভাবে ব্যবহার করে নিজের জ্ঞান আহরণের আহ্বান জানান সন্দীপ বাবু। পাশাপাশি তিনি বাস্তবিক শিক্ষার উপর জোর দিয়ে এদিন শিক্ষার্থীদের নিজেদের আচার আচরণ ও কথাবার্তার মধ্য দিয়ে প্রতিজন শিক্ষা গুরু সহ বড়দের প্রতি সম্মান জানানোর ও সুপরামর্শ দেন। এর আগে এদিন স্কুল পরিচালন সমিতির সভাপতি বিকাশ চন্দ্র নাগ তাঁর স্বাগতিক বক্তব্যে বৃহত্তর পাথারকান্দি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অমল দত্তের কনিষ্ঠ পুত্র সন্দীপ দত্তের এহন পদোন্নতিতে খুশি ব্যক্ত করেন। এতে এদিন স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক অমিতাভ দাস, সহ-সম্পাদক অনুপ রায়, কোষাধ্যক্ষ প্রদীপ দেব, স্কুল অধ্যক্ষা পিংকি সিনহা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাইধুম নেহরু বিদ্যাপীঠ হাইয়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রঞ্জন পাল।