হাতিখিরায় খুন নৈশ প্রহরী ঘাতকের বাড়িতে ভাঙচুর

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,১৫ জানুয়ারি : গতকাল মঙ্গলবার রাতে এক লোমহর্ষক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বাজারিছড়া থানাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরায়।এদিন রাত এগা‌রোটা নাগাদ হা‌তি‌খিরা ক‌মিউ‌নি‌টি হেল্থ সেন্টা‌রের অস্থায়ী নৈশ প্রহরী বছর ত্রিশের অকৃতদার প্রসন‌জিৎ আকুড়ার রক্তমাখা লাশ হস‌পিট‌্যা‌লের গে‌টের সম্মু‌খে প‌ড়ে থাক‌তে দে‌খেন সহ কর্মীরা।প‌রে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয় পু‌লিশ তদ‌ন্তে নে‌মে হস‌পিট‌্যা‌লের সি‌সি ক‌্যা‌মেরার ভি‌ডিও ফু‌টেজ ঘে‌ঁটে এক ব‌্যক্তি‌কে আটক ক‌রে।ধৃ‌তের নাম উত্তম গোঁড়।বয়ষ চল্লিশ। বা‌ড়ি আঠা‌রো নং লাই‌নে।জানা গে‌ছে হত নৈশ প্রহরী যুব‌কের বা‌ড়িও একই এলাকায়।উক্ত খুন কা‌ন্ডে সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টে‌জে দুজন‌কে ‌দেখা গে‌লেও একজন ধরা প‌ড়ে‌ছে অন‌্যজন পলাতক ব‌লে খবর পাওয়া গে‌ছে। মৃ‌তের শ‌রীরে একা‌ধিক আঘা‌তের চিহ্ন পাওয়া গে‌ছে।ধারনা করা হ‌চ্ছে তা‌কে লোহার রড দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। উক্ত রা‌তে সা‌র্কেল অ‌ফিসা‌রের উপ‌স্থি‌তি‌তে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে পু‌লিশ।এ‌দি‌কে বুধবার সকা‌লে উ‌ত্তে‌জিত জনতা জমা‌য়েত হ‌য়ে প্রথ‌মে ৮ নং জা‌তিয় সড়ক অব‌রোধ ক‌রে এ কা‌ন্ডে জ‌ড়িত অন‌্যদের পাকড়া‌য়ের দা‌বি সহ এ‌তে জ‌ড়িত ব‌্যক্তির ক‌ঠোর শা‌স্তির দা‌বি‌তে সরব হন।প‌রে একাংশ জনতা ঘাত‌কের বা‌ড়ি‌তে হামলা চা‌লি‌য়ে কিছু ভাঙচুর চালা‌নোর খবর পাওয়া গে‌ছে।শে‌ষে পু‌লিশ এ‌সে প‌রি‌স্থি‌তি সামাল দেয়।সংঘ‌টিত খুন কা‌ন্ডের নেপ‌থ্যে পুর‌নো বিবাদ সহ উত্ত‌মের বা‌ড়ি‌তে ঢিল‌ ছোঁড়াছু‌ড়ির খবর পাওয়া গে‌ছে।প্রায় রাতে না‌কি প্র‌সন‌জিৎ উত্তম‌দের বা‌ড়ি‌তে ঢিল ছোঁড়ত ব‌লে অ‌ভি‌যোগ।বিষয়‌টি বর্তমা‌নে গ‌ভির ভা‌বে খ‌তি‌য়ে দেখ‌ছে পু‌লিশ।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…