গভীর রাতে চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেইটে মারামারি , এলাকায় আতঙ্ক

বরাকবাণী প্রতিনিধিঃপরিতোষ পালঃ ধর্মনগরঃ১৭জানুয়ারিঃ গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ধর্মনগর মহকুমার আওতাধীন চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেইটে গভীর রাতে মারামারির ঘটনায় আহত এক ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । গভীর রাতে মারামারির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে ।

সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে গত ১৬ জানুয়ারি চুড়াইবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে উঠে দুই গুষ্টির মধ্য মারামারির ঘটনায় । এতে স্থানীয় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন । ঘটনার পরপরই পুলিশ এসে হাজির হলে পরিস্থিতি শান্ত হয়ে যায় । তবে এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হন । তার নাম যোগেশ দাস । বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শ্রী দাস । তিনি জানান কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের ৪৮ নং বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি । তার উপর হামলা করে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষের ভাই অসীম গোপ ও অসীম দেবের নেতৃত্বে বেশ কয়েকজন । রাতের অন্ধকারে সবাইকে চিনতে পারেননি বলে জানান । কি কারনে তার উপর হামলা হলো এই প্রশ্নের সঠিক জবাব তিনি দিতে পারেননি। যুগেশ দাস শুধুমাত্র বলেন টাকা পয়সার লেনদেনের কারণে গত বেশ কয়েকদিন থেকেই তাদের মধ্যে ঝামেলা চলছিল । গতকাল রাতে এই কারণে তার উপর হামলার ঘটনা ঘটে ।

এদিকে চুড়াইবাড়ি থেকে একটি বিশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে চুড়াইবাড়ি গেটে দালালি ব্যবসা সংক্রান্ত বাগবারটোয়ারাকে কেন্দ্র করে দুই গুষ্টির মধ্যে গতকাল গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটে । এর ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে ।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…