
বরাকবাণী প্রতিনিধিঃপরিতোষ পালঃ ধর্মনগরঃ১৭জানুয়ারিঃ গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ধর্মনগর মহকুমার আওতাধীন চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেইটে গভীর রাতে মারামারির ঘটনায় আহত এক ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । গভীর রাতে মারামারির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে ।
সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে গত ১৬ জানুয়ারি চুড়াইবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে উঠে দুই গুষ্টির মধ্য মারামারির ঘটনায় । এতে স্থানীয় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন । ঘটনার পরপরই পুলিশ এসে হাজির হলে পরিস্থিতি শান্ত হয়ে যায় । তবে এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হন । তার নাম যোগেশ দাস । বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শ্রী দাস । তিনি জানান কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের ৪৮ নং বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি । তার উপর হামলা করে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষের ভাই অসীম গোপ ও অসীম দেবের নেতৃত্বে বেশ কয়েকজন । রাতের অন্ধকারে সবাইকে চিনতে পারেননি বলে জানান । কি কারনে তার উপর হামলা হলো এই প্রশ্নের সঠিক জবাব তিনি দিতে পারেননি। যুগেশ দাস শুধুমাত্র বলেন টাকা পয়সার লেনদেনের কারণে গত বেশ কয়েকদিন থেকেই তাদের মধ্যে ঝামেলা চলছিল । গতকাল রাতে এই কারণে তার উপর হামলার ঘটনা ঘটে ।
এদিকে চুড়াইবাড়ি থেকে একটি বিশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে চুড়াইবাড়ি গেটে দালালি ব্যবসা সংক্রান্ত বাগবারটোয়ারাকে কেন্দ্র করে দুই গুষ্টির মধ্যে গতকাল গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটে । এর ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে ।