শেষ হলো বিরাট অধ্যায়! টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি, সাদা জার্সিতে আর দেখা যাবে না কোহলিকে

১৪ বছরের গৌরবময় টেস্ট কেরিয়ারে ইতি টেনে ৩৬ বছর বয়সী কোহলি লিখেছেন, ২০১১ সালে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম। কখনো ভাবিনি এই ফরম্যাট আমাকে এমন এক অসাধারণ যাত্রায় নিয়ে যাবে। এটা আমাকে পরীক্ষা করেছে, গড়ে তুলেছে, আর এমন অনেক শিক্ষা দিয়েছে যা আমি আজীবন মনে রাখব।

তিনি আরও লেখেন, সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত টান আছে। নীরব পরিশ্রম, দীর্ঘ সময়ের ধৈর্য, ছোট ছোট মুহূর্ত যেগুলো বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু ভেতরে ভেতরে গভীর ছাপ রেখে যায়। এই ফরম্যাট ছেড়ে যাওয়া সহজ নয়, কিন্তু মনে হচ্ছে এটাই সঠিক সময়।

২০১১ সালের জুনে জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কোহলির। তার শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ১৪ বছরে তিনি খেলেছেন ১২৩টি টেস্ট, করেছেন ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫।

রয়েছে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪ রান, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনেতে। ভারতের ইতিহাসে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসর নিলেন কোহলি। তাঁর উপরে আছেন শুধু তিন কিংবদন্তি সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কার। এছাড়াও, কোহলি ছিলেন ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কদের একজন। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ৪০টি টেস্ট ম্যাচ যা এক অভাবনীয় রেকর্ড।

সূত্রের খবর, শনিবারই বিসিসিআই-কে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন কোহলি। বোর্ডের এক সিনিয়র কর্তা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেও, নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কোহলি। কোহলির হঠাৎ অবসরের খবরে সোশ্যাল মিডিয়ায় শোক ও কৃতজ্ঞতার জোয়ার।

সহ-ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত, প্রাক্তনরা সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার নন, এক প্রজন্মের প্রেরণা। টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর নিষ্ঠা ও আবেগ অনন্য। ক্রিকেট দুনিয়া তাঁকে মিস করবে।

আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সতীর্থ, আমার দেশ, আমার ভক্ত সবাইকে ধন্যবাদ। আমি সবসময় হাসিমুখে আমার টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব। বিরাট টেস্ট কেরিয়ার ঝলক: মোট টেস্ট ম্যাচ: ১২৩ মোট রান: ৯,২৩০, গড়: ৪৬.৮৫, সেঞ্চুরি: ৩০, হাফ-সেঞ্চুরি: ৩১, সর্বোচ্চ রান: ২৫৪, (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২০১৯)বিরাট কোহলির অবসরের মধ্য দিয়ে ভারতের টেস্ট ক্রিকেটে এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তাঁর অবদান চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।

Related Posts

কাবুগঞ্জে শুরু হচ্ছে ৯-এ সাইড ফুটবল নকআউট প্রতিযোগিতা, জমজমাট প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ

বরাকবাণী প্রতিবেদন কাবুগঞ্জ ১৮ মেঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে কাবুগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত বহুল প্রত্যাশিত ৯-এ সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এ বছরও কাবুগঞ্জ লক্ষীচরণ হাই…

আইএসএলে নতুন চমক: নর্থইস্ট ইউনাইটেড এফসি-এর সাফল্য

ভারতীয় সুপার লিগে (আইএসএল) নর্থইস্ট ইউনাইটেড এফসি এই বছর চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছে। তাদের স্ট্র্যাটেজি এবং আক্রমণাত্মক খেলার ধরণ সমর্থকদের মন জয় করেছে।বিশেষ করে বরাক উপত্যকা এবং উত্তর-পূর্ব ভারতের ফুটবলপ্রেমীদের জন্য…