তিন তালাক থেকে ওয়াকফ আইন, বিজেপির টার্গেটে বারবার সংখ্যালঘুরা! বিজেপির নীতির বিরুদ্ধে তোপ বিশ্বজিৎ ঘোষের

এবারর পঞ্চায়েত ভোটে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে সংঘটিত বিক্ষিপ্ত ঘটনা নিয়ে ক্ষোভ ব‍্যক্ত করে মঙ্গলবার জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন কেন্দ্র ও রাজ‍্যে ক্ষমতায় রয়েছে বিজেপি।দলে নেতা-মন্ত্রী -বিধায়ক সহ বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন।পুরসভা থেকে উন্নয়ন পর্ষদ সব রয়েছে শাসকদলের দখলে।কিন্তু তারপরও পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের দিন শাসকদলের নেতাদের উওর করিমগঞ্জ,দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ি এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রে রিগিং করতে হয়েছে।জোর করে ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত শাসকদলের নেতারা প্রশাসনযন্ত্রকে ব‍্যবহার করে রীতিমতো স্বেচ্ছাচারিতা করেছেন।

বহু ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ।বলেন শ্রীভূমি শহর সংলগ্ন ব্রজেন্দ্রনগর এলাকার একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির জন‍্য প্রায় চারশো ভোটার ভোটদানে বঞ্চিত হয়েছেন।তাছাড়া পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বহু মানুষ।

বিগত সময়ে দক্ষিণ করিমগঞ্জে থাকা ভোটকেন্দ্রটি ডিলিমিটেশনের পর উওর করিমগঞ্জে আসে এবং আশ্চর্যজনকভাবে এবার উওর করিমগঞ্জের অধীনে প্রথমবার ব্রজেন্দ্রনগর ভোটকেন্দ্রে গত ২ মে (ভোট গ্রহণের দিন)ব‍্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়,যার নেপথ‍্যে ছিলেন শাসকদলের একাংশ নেতা বলে অভিযোগ করেন বিশ্বজিৎ ঘোষ।বলেন হিন্দুদের সুরক্ষা প্রদানের নামে সংখ‍্যালঘুদের কোণঠাসা করে রাজনীতি করে যাওয়া বিজেপি দল হিন্দুদের সমর্থন হারাচ্ছে।ফলে হিন্দু এলাকায় ছুটে গিয়ে রিগিং করতে হচ্ছে।

যদি প্রকৃতপক্ষে বিজেপি উন্নয়ন করে যাচ্ছে তাহলে বার বার ভোটআদায়ে ব‍্যর্থ হচ্ছেন বিজেপি প্রার্থীরা।বিগত পুরসভা নির্বাচনে একাংশ বিজেপি নেতা শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে যেমন রিগিং করেছেন তেমনি পঞ্চায়েত নির্বাচনে স্থানে স্থানে গিয়ে রিগিং করেছেন বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস উপসভাপতি। বহু ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও ক্ষোভ ব‍্যক্ত করেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…