তিন তালাক থেকে ওয়াকফ আইন, বিজেপির টার্গেটে বারবার সংখ্যালঘুরা! বিজেপির নীতির বিরুদ্ধে তোপ বিশ্বজিৎ ঘোষের

এবারর পঞ্চায়েত ভোটে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে সংঘটিত বিক্ষিপ্ত ঘটনা নিয়ে ক্ষোভ ব‍্যক্ত করে মঙ্গলবার জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন কেন্দ্র ও রাজ‍্যে ক্ষমতায় রয়েছে বিজেপি।দলে নেতা-মন্ত্রী -বিধায়ক সহ বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন।পুরসভা থেকে উন্নয়ন পর্ষদ সব রয়েছে শাসকদলের দখলে।কিন্তু তারপরও পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের দিন শাসকদলের নেতাদের উওর করিমগঞ্জ,দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ি এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রে রিগিং করতে হয়েছে।জোর করে ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত শাসকদলের নেতারা প্রশাসনযন্ত্রকে ব‍্যবহার করে রীতিমতো স্বেচ্ছাচারিতা করেছেন।

বহু ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ।বলেন শ্রীভূমি শহর সংলগ্ন ব্রজেন্দ্রনগর এলাকার একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির জন‍্য প্রায় চারশো ভোটার ভোটদানে বঞ্চিত হয়েছেন।তাছাড়া পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বহু মানুষ।

বিগত সময়ে দক্ষিণ করিমগঞ্জে থাকা ভোটকেন্দ্রটি ডিলিমিটেশনের পর উওর করিমগঞ্জে আসে এবং আশ্চর্যজনকভাবে এবার উওর করিমগঞ্জের অধীনে প্রথমবার ব্রজেন্দ্রনগর ভোটকেন্দ্রে গত ২ মে (ভোট গ্রহণের দিন)ব‍্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়,যার নেপথ‍্যে ছিলেন শাসকদলের একাংশ নেতা বলে অভিযোগ করেন বিশ্বজিৎ ঘোষ।বলেন হিন্দুদের সুরক্ষা প্রদানের নামে সংখ‍্যালঘুদের কোণঠাসা করে রাজনীতি করে যাওয়া বিজেপি দল হিন্দুদের সমর্থন হারাচ্ছে।ফলে হিন্দু এলাকায় ছুটে গিয়ে রিগিং করতে হচ্ছে।

যদি প্রকৃতপক্ষে বিজেপি উন্নয়ন করে যাচ্ছে তাহলে বার বার ভোটআদায়ে ব‍্যর্থ হচ্ছেন বিজেপি প্রার্থীরা।বিগত পুরসভা নির্বাচনে একাংশ বিজেপি নেতা শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে যেমন রিগিং করেছেন তেমনি পঞ্চায়েত নির্বাচনে স্থানে স্থানে গিয়ে রিগিং করেছেন বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস উপসভাপতি। বহু ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও ক্ষোভ ব‍্যক্ত করেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…