জয়ের লক্ষ্যে বিজেপির রণকৌশল প্রচার অভিযানের শেষ বিজেপি প্রার্থীদের জয়ের আশ্বাস সুব্রতর!

এরপর‌ই প্রচারে ঝড় উঠে। দলিয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে ইতিমধ্যেই শ্রীভূমি জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সহ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া সহ অন্যান্যরা । উত্তর করিমগঞ্জের দায়িত্বভার পাওয়ার পর থেকেই এককথায় ডোর টু ডোর প্রচার চালিয়ে দলিয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামীদিনের সম্ভাব্য বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সুব্রত ভট্ট্যাচার্য।

যেদিন থেকে মুখ্যমন্ত্রী স্বয়ং তাঁর উপর এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন তার পর থেকে বসেনেই সুব্রত। উত্তর করিমগঞ্জের মোট চারটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীদের প্রচারে তিনি জোরদার প্রচার অব্যাহত রেখেছেন। বাকরশাল-বাগবাড়ি মন্ডলের জাতকাপন-বরকাতপুর জিপির বরবাড়ি এলাকায় ৩ নং শ্রীগৌরী জেলা পরিষদের ও বরকতপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভায় তিনি বক্তব্য রাখেন।

সরকারের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রয়োগের আবেদন রাখেন সুব্রত। জনসাধারণের প্রতি আহ্বান জানান। গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থ সামাজিক উন্নয়নে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সুষ্ঠু ও দূর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গঠনের জন্য বিজেপি প্রার্থীদের জয়ী করতে বিভিন্ন সভায় উপস্থিত জনগণের কাছে আবেদন রাখেন সুব্রত ভট্টাচার্য ।

তিনি এবারের পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় একশভাগ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান । বিজেপি জেলা পরিষদ সহ সবকটি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করবে বলে দৃঢ়তার সুরে বলেন তিনি। বর্তমানে কংগ্রেসের কোন গণভিত্তি নেই। ফলে বিজেপি ও মিত্রজোট সবকটি আসনেই জয়ী হবে বলে তিনি দাবি করেন । পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজের  এক প্রতিক্রিয়ায় সুব্রত ভট্টাচার্য বলেন জেলায় বিজেপির পক্ষে হাওয়া ব‌ইছে । গোটা রাজ্যজুড়ে  উন্নয়নের জোয়ার বইছে ।

আর এই ঝড়ে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে। উন্নয়নের স্বার্থে জনগণ বিজেপির সাথে রয়েছেন। বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত গঠনের পর গ্রামীণ এলাকায় উন্নয়ন দ্বিগুণ গতিতে ত্বরান্বিত হবে বলে দৃঢ়তার সুরে দাবি করেন সুব্রত। বলেন বর্তমান সময়ে সমগ্র রাজ্যে বিরোধী বলতে কিছুই নেই। বিজেপি সরকারের উন্নয়নের কাছে একেবারেই কুপোকাৎ হয়েগেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

মনোনয়ন পর্ব থেকে প্রচারাভিযান কোনও জায়গায়ই তাদের খুজে পাওয়া যায়নি। কংগ্রেস দল নিজেদের মধ্যেই কাড়াকাড়ি মারামারিতে ব্যস্ত রয়েছে। দলিয় টিকিট বন্টনে কারচুপির অভিযোগে এই দল একেবারেই বিপর্যস্ত রয়েছে। অনেক আসনে তাদের লড়াই খোদ কংগ্রেসিদের সঙ্গেই চলছে। বিজেপি এবারের পঞ্চায়েত নির্বাচনে ইতিহাস গড়তে চলেছে বলে মন্তব্য করেন উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের সম্ভাব্য বিজেপি প্রার্থী সুব্রত ভট্ট্যাচার্য।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…