ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল নিলামবাজার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ১৬৩ ধারা জারি, আটক ৭

অসম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কে মুহূর্তেই তৈরি হয় বিশাল জনসমাগম। “নারায়ে তাকবীর”ও “আল্লাহু আকবর”ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ধর্মীয় আবেগের তীব্রতা ছুঁয়ে যায় এমন এক পর্যায়ে, যেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রায় লুপ্ত হয়ে যায়। শুরু হয় রাস্তা অবরোধ, যার জেরে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই ঘটে অঘটন। একাংশ আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। তুমুল ধাক্কাধাক্কি, ইট-পাটকেল, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। নিলামবাজার থানার অফিসার ইনচার্জ নিশি রঞ্জন দে-কে আক্রমণ করা হয় শান্তি বজায় রাখার চেষ্টা করার সময়। কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা পৌঁছায় নিলামবাজার সার্কল অফিস চত্বরে এবং সেখানকার মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। প্রবেশদ্বার ভেঙে দপ্তরের ভিতরে ঢুকে পড়ার পাশাপাশি বিক্ষোভকারীরা “আল্লাহু আকবর” ধ্বনিতে গোটা এলাকাকে উত্তপ্ত করে তোলে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এক অখ্যাত সংগঠনের উদ্যোগেই এই জমায়েত সংঘটিত হয়। সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে তারা পাঁচ হাজারেরও বেশি মানুষকে একত্রিত করে। অথচ অনুমতি ছিল মাত্র ৩০০ জনের। এটি প্রশাসনের চোখে একটি “প্রত্যক্ষ আইন লঙ্ঘনের ঘটনা”হিসেবে বিবেচিত হয়েছে।

পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিলামবাজারে ১৬৩ ধারা জারি করা হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী ও সিআরপিএফ মোতায়েন করা হয়। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোঁড়ার মতো ব্যবস্থাও নিতে বাধ্য হয় পুলিশ। এখনও পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। শান্তিপূর্ণ প্রতিবাদের আড়ালে যে কীভাবে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো নিলামবাজারের এই ঘটনা। ধর্মীয় আবেগে উসকানির সঙ্গে প্রশাসনিক নিয়ম লঙ্ঘন মিলে তৈরি করেছে এক অনভিপ্রেত পরিস্থিতি। এখন দেখার, সরকার ও প্রশাসন এই ঘটনার কীভাবে তদন্ত করে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…