শিলচর শহর সংলগ্ন মাছূঘাট এলাকায় জমি দখলের হিড়িক, প্রশাসনের নীরবতায় ভূ-মাফিয়াদের দাপট চরমে!

শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক ফনি ভূষণ দাসের কন্যা মৌসুমী দাসের ৫ বিঘা জমি দখল করে নিয়েছে একদল দুষ্কৃতী। বাবার কাছ থেকে প্রাপ্ত এই জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছিলেন মৌসুমী দাস। কিন্তু কিছুদিন আগেই এক গভীর ষড়যন্ত্রের শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলচর ভূ-বাসন আধিকারিক কার্যালয়ের কিছু দুর্নীতি পরায়ন কর্মচারী, পাটোয়ারী ও প্রভাবশালী ভূ-মাফিয়াদের যোগসাজশে একদল দুষ্কৃতী ভুয়া নথিপত্র তৈরি করে ২৪শে মার্চ মৌসুমী দাসের জমি জোরপূর্বক দখল করে। প্রশাসনের নাকের ডগায় এমন একটি জঘন্য অপরাধ সংঘটিত হলেও, এখনো পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। শিলচরসহ গোটা বরাক উপত্যকায় বর্তমানে জমি দখলের প্রবণতা এক চরম আকার ধারণ করেছে। ভুয়া নথি বানিয়ে জমি দখলের ঘটনা যেন এক নৈমিত্তিক চিত্র হয়ে উঠেছে। অথচ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী একাধিকবার ঘোষণা করেছেন যে, ভূ-মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক উল্টো।

প্রতিদিন নতুন নতুন ভুয়া নথি তৈরি হচ্ছে, বেহাত হচ্ছে সাধারণ মানুষের বহু কষ্টে অর্জিত জমি। পুলিশের ভূমিকা? তারা যেন নির্বাক দর্শক! এই ঘটনার পর মৌসুমী দাস ন্যায়বিচারের আশায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরছেন, কিন্তু এখনো কোনো সুবিচার পাননি। জমি দখলকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় সচেতন মহলও সরব হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ভূ-মাফিয়াদের ক্ষমতার দাপটে এক নিরীহ নাগরিকের ন্যায়বিচারের আশার প্রদীপ ধীরে ধীরে নিভে যেতে বসেছে। জমি দখলের নামে দুষ্কৃতীরা একের পর এক অনৈতিক কার্যকলাপ চালিয়ে গেলেও প্রশাসন যেন ঘুমিয়ে রয়েছে। সাধারণ মানুষ তাদের নিজস্ব সম্পত্তির সুরক্ষা নিয়ে শঙ্কিত, অথচ দখলদারদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। প্রশ্ন উঠছে, প্রশাসনের এই নীরবতা কেন? কোথায় সেই ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি? নাকি প্রশাসনের কিছু অংশই ভূ-মাফিয়াদের রক্ষাকবচ হয়ে উঠেছে?

মৌসুমী দাসের জমি দখলের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফনি ভূষণ দাসের কন্যা মৌসুমী দাস, যিনি তার পৈতৃক সম্পত্তির যথাযথ অধিকারী, সেই জমি স্থানীয় ভূ-মাফিয়াদের দ্বারা জোরপূর্বক দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন। মৌসুমী দাসের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি তার বাবার দেওয়া সম্পত্তিতে বসবাস করে আসছিলেন, কিন্তু কিছু প্রভাবশালী ভূ-মাফিয়ারা বেআইনিভাবে দলবল নিয়ে তার জমি আত্মসাৎ করেছে।

স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মৌসুমী দাস রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, সমাজের জন্য এক অশনিসংকেত। নিজের পৈতৃক জমি হারিয়ে মৌসুমী দাস মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আদালতের শরণাপন্ন হওয়ার কথা ভাবছেন, কিন্তু দীর্ঘসূত্রিতা ও আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে তিনি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। জমি দখলের মতো বেআইনি কাজ রুখতে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন এবং মৌসুমী দাস তার হারানো সম্পত্তি ফিরে পান।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…