জিও ট্যাগে অনিয়মের অভিযোগ! স্বনির্ভর গোষ্ঠীর সখীর বিরুদ্ধে তদন্তের দাবি স্থানীয়দের

এই বেআইনি ও নিয়মবহির্ভূত কার্যকলাপের ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি প্রকল্পের নিয়ম মেনে কাজ না হওয়ার কারণে প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ পড়ছে, অন্যদিকে অযোগ্য ব্যক্তিরাও সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বহু দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন, কিন্তু জীবিকা শখীর এই অনিয়মের কারণে তারা ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকের আবেদনপত্র গৃহীত হলেও সঠিকভাবে জিও ট্যাগ না হওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার এলাকাবাসী, নারী-পুরুষ নির্বিশেষে, একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ উগরে দেন। তারা প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান এবং বলেন, যদি সঠিক সময়ে নজরদারি চালানো হতো, তাহলে এমন অনিয়ম সম্ভব হতো না। স্থানীয় গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে ধলছড়া জিপি এলাকায় পুনরায় প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ প্রক্রিয়া শুরু করতে হবে। প্রকৃত হিতাধিকারীদের যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত হতে না হয়, তার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়াও, অভিযুক্ত জীবিকা শখী সপ্না ধর দেবকে অন্যত্র স্থানান্তরিত করার দাবি তুলেছেন গ্রামবাসীরা। তাদের মতে, ধলছড়া জিপিতে তিনি যেভাবে নিয়ম ভেঙে কাজ করছেন, তা এলাকার দরিদ্র জনগণের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে শুক্রবার কালাইন ডেভেলপমেন্ট ব্লকের বিডিওর কাছে একটি স্মারকপত্রও জমা দেন তারা। তবে গ্রামবাসীদের দাবি, যদি দ্রুত সঠিক তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…