হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি ২৮ মার্চ: যোজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত পদক্ষেপের জন্য দেশের যোগাযোগ ব্যবস্থা থেকে শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে যেমন অভূতপূর্ব পরিবর্তন হয়েছে তেমনি কর্মতৎপর মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা আসামকে দেশের মধ্যে পাঁচটি রাজ্যের মধ্যে উন্নীত করতে দিনরাত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ফলে কংগ্রেস সরকারের আমলে করিমগঞ্জ থেকে গুয়াহাটি যেতে সময় লেগেছে চৌদ্দঘন্টা আর বিজেপি শাসনে সময় লাগছে সাতঘন্টা। শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় কথাগুলো বলেন পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মীন, পূর্ত, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা আসাম প্রদেশের প্রভারী হরিশ দ্বিবেদী শুক্রবার শ্রীভূমি সফরে আসেন। শ্রীভূমি জেলা আবর্ত ভবনে তাকে স্বাগত জানান বিজেপি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক, আসাম সরকারের পূর্ত, মীণ এবং পশু পালন-চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণ নগর বিধানসভা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। উপস্থিত ছিলেন প্রদেশ বিছেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ। আবর্তভবন কিছু সময় কাটিয়ে শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনে সাংগঠনিক বৈঠকে যোগ দেন হরিশ দ্বিবেদী।
বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, সহ অন্যরা এদিন সর্বভারতীয় সম্পাদক হরিশ দ্বিবেদীকে উওরীয় ও উপহার সামগ্রী তুলে দেন। স্বাগত বক্তব্যে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। প্রাসঙ্গিক বক্তব্যে রাজ্যের পূর্ত, মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন হরিশ দ্বিবেদীর উপস্থিতিতে আয়োজিত বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে যেসব বিষয় তুলে ধরবেন তা ভবিষ্যতে মনে রেখে এগিয়ে যেতে হবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন দেশের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে আসামকে প্রতিষ্ঠা করতে রাতদিন কাজ করছেন মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। বিগত বাজেটের তুলনায় এবার দ্বিগুণ অর্থ বাজেটে বরাদ্দ করা হয়েছে। বলেন কংগ্রেস সরকারের আমলে যাতায়াত ব্যবস্থা চরম বেহাল ছিল। করিমগঞ্জ থেকে গুয়াহাটি ছুটে যেতে অতিতে বারো থেকে চৌদ্দ ঘন্টা সময় লেগেছে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে।ফলে এখন ছয় থেকে সাত ঘন্টায় গুয়াহাটি পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।বলেন এডভানটেজ আসামের মধ্যদিয়ে বিভিন্ন খ্যাতনামা কোম্পানিকে উওরপূর্বে বিনোয়োগের সুযোগ যেমন করে দেওয়া হয়েছে তেমনি বরাক উপত্যকার সঙ্গে রাজধানী দিসপুরকে সংযুক্ত করতে আরেকটি এক্সপ্রেস হাইওয়ে তৈরীর পরিকল্পনা গৃহীত হয়েছে বলে প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে পূর্ত, মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন দরিদ্র সীমা রেখার নীচে বসবাসকারীরা যেমন বিনামূল্যে চাল পাচ্ছেন তেমনি প্রধানমন্ত্রী আসাব যোজনায় যাতে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত না হন সেদিকে দৃষ্টি রাখতে হবে। দেশের যোশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কর্মতৎপর মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা যেসব জনহিতকর প্রকল্প কার্যকর করেছেন তা সম্পর্কে সাধারণ মানুষকে ভালোভাবে অবগত করতে দলীয় কর্মকর্তাদের সচেষ্ট ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সবাইকে কাজ করে যাওয়ার পরামর্শ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইভাবে সরকারের জনমুখি প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালকার, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য।
দলীয় সাংগঠনিক সভায় যোগদান করে বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা আসাম প্রদেশের প্রভারী হরিশ দ্বিবেদী বলেন আসাম সাংগঠনিক কাজকর্মে দেশের অন্যান্য রাজ্য থেকে এগিয়ে রয়েছে। বিজেপির সদস্যভুক্তি অভিযান থেকে প্রদেশ, জেলা ও মন্ডল কমিটি গঠনে যেমন সক্রিয় রয়েছেন আসাম প্রদেশের কর্মকর্তারা তেমনি ‘এডভানটেজ অসম ‘-এর মতো বৃহৎ অনুষ্ঠানে সফল আয়োজন আসামকে আত্মনির্ভর করে তুলতে এক বিরাট সহায়ক ভূমিকা গ্রহণ বলে মত ব্যক্ত করেন হরিশ দ্বিবেদী। তিনি বলেন বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্ম এবং সরকার গৃহীত প্রকল্পগুলো মানুষের কাছে পৌছে দিতে দলীয় কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান প্রদেশ প্রভারী হরিশ দ্বিবেদী। প্রধানমন্ত্রীর মন কি বাদ অনুষ্ঠানের সম্প্রচার সম্পর্কে দলীয় কর্মীদের সচেষ্ট থাকার পরামর্শ দেন এবং সবার সম্মিলিত প্রয়াসে পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভা নির্বাচনে দল যাতে ভালো ফল করতে পারে সেজন্য এখন থেকে মাঠে নামার নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক হরিশ দ্বিবেদী।