সাংগঠনিক শক্তিতে দেশের শীর্ষে আসাম বিজেপি, ‘এডভানটেজ অসম’ আত্মনির্ভরতার পথে নতুন মাইলফলক— হরিশ দ্বিবেদী

বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা আসাম প্রদেশের প্রভারী হরিশ দ্বিবেদী শুক্রবার শ্রীভূমি সফরে আসেন। শ্রীভূমি জেলা আবর্ত ভবনে তাকে স্বাগত জানান বিজেপি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক, আসাম সরকারের পূর্ত, মীণ এবং পশু পালন-চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণ নগর বিধানসভা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। উপস্থিত ছিলেন প্রদেশ বিছেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ। আবর্তভবন কিছু সময় কাটিয়ে শ‍্যামাপ্রসাদ স্মৃতি ভবনে সাংগঠনিক বৈঠকে যোগ দেন হরিশ দ্বিবেদী।

বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, সহ অন‍্যরা এদিন সর্বভারতীয় সম্পাদক হরিশ দ্বিবেদীকে উওরীয় ও উপহার সামগ্রী তুলে দেন। স্বাগত বক্তব্যে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। প্রাসঙ্গিক বক্তব্যে রাজ‍্যের পূর্ত, মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন হরিশ দ্বিবেদীর উপস্থিতিতে আয়োজিত বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে যেসব বিষয় তুলে ধরবেন তা ভবিষ্যতে মনে রেখে এগিয়ে যেতে হবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন দেশের পাঁচটি উন্নত রাজ‍্যের মধ‍্যে আসামকে প্রতিষ্ঠা করতে রাতদিন কাজ করছেন মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। বিগত বাজেটের তুলনায় এবার দ্বিগুণ অর্থ বাজেটে বরাদ্দ করা হয়েছে। বলেন কংগ্রেস সরকারের আমলে যাতায়াত ব‍্যবস্থা চরম বেহাল ছিল। করিমগঞ্জ থেকে গুয়াহাটি ছুটে যেতে অতিতে বারো থেকে চৌদ্দ ঘন্টা সময় লেগেছে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যাতায়াত ব‍্যবস্থা উন্নত হয়েছে।ফলে এখন ছয় থেকে সাত ঘন্টায় গুয়াহাটি পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।বলেন এডভানটেজ আসামের মধ‍্যদিয়ে বিভিন্ন খ‍্যাতনামা কোম্পানিকে উওরপূর্বে বিনোয়োগের সুযোগ যেমন করে দেওয়া হয়েছে তেমনি বরাক উপত‍্যকার সঙ্গে রাজধানী দিসপুরকে সংযুক্ত করতে আরেকটি এক্সপ্রেস হাইওয়ে তৈরীর পরিকল্পনা গৃহীত হয়েছে বলে প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী।

রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে পূর্ত, মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন দরিদ্র সীমা রেখার নীচে বসবাসকারীরা যেমন বিনামূল্যে চাল পাচ্ছেন তেমনি প্রধানমন্ত্রী আসাব যোজনায় যাতে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত না হন সেদিকে দৃষ্টি রাখতে হবে। দেশের যোশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কর্মতৎপর মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা যেসব জনহিতকর প্রকল্প কার্যকর করেছেন তা সম্পর্কে সাধারণ মানুষকে ভালোভাবে অবগত করতে দলীয় কর্মকর্তাদের সচেষ্ট ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সবাইকে কাজ করে যাওয়ার পরামর্শ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইভাবে সরকারের জনমুখি প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালকার, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…