
বরাকবাণী প্রতিনিধি,মইনুল হক শ্রীভূমি, ২৯ জানুয়ারিঃ রবিবারের বিকেলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো বদরপুরের এক দশম শ্রেণির ছাত্র। নিহত ছাত্রের নাম দিলশাদ মহম্মদ ইমরান। বয়স মাত্র ১৬ বছর। সে স্থানীয় রাবদান একাডেমির ছাত্র ছিল এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। দিলশাদের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বদরপুরে। আজ সকালে বদরপুরের আল হীরা ও বিদ্যামন্দির সহ সমস্ত স্কুলে নীরবতা পালন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের প্রিয় ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় দিলশাদ তার মাকে “একটু পরেই আসছি” বলে নীলমবাজারের মেলায় যাওয়ার জন্য তার ডিউক বাইকটি নিয়ে বের হয়। সঙ্গে ছিল তার বন্ধু আশরাক। ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃষ্টি ছিল ক্ষীণ। করিমগঞ্জ বাইপাসে একটি দ্রুতগতির অল্টো কার তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। দিলশাদ ও আশরাক ছিটকে পড়েন রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের উপর।
এই দুর্ঘটনায় দিলশাদের মাথায় থাকা হেলমেটটি ভেঙে চার টুকরো হয়ে যায়। গুরুতর আহত হয় দিলশাদ ও আশরাক। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই দিলশাদকে গুয়াহাটি ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে রক্তচাপ অত্যন্ত কম থাকায় চিকিৎসকরা তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। বুধবার ভোর ১২:৪৫ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলশাদ। দিলশাদের বন্ধু আশরাকের অবস্থাও গুরুতর। তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে গেছে এবং বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
দিলশাদ পড়াশোনায় খুব মেধাবী না হলেও তার আচার-ব্যবহারে মুগ্ধ করত সবাইকে। তার শিক্ষক হাবিব, গুলজার, ইউনুস, লিটন সহ সকলেই তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। আজ সকালে রাবদান একাডেমিতে মর্নিং অ্যাসেম্বলিতে শিক্ষক-শিক্ষার্থী সকলের চোখেই জল ছিল।বৃহস্পতিবার সকাল ১০টায় বদরপুর আল জামিয়াতে দিলশাদের জানাজা অনুষ্ঠিত হবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা বদরপুর শহর এখন শোকস্তব্ধ।