
বরাকবাণী প্রতিবেদন,বড়খলা,২৭ জানুয়ারিঃ কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচুখাল প্রথম খণ্ড এলাকায় রবিবার বিকেলে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দারা একটি বনভোজনে অংশ নিয়েছিলেন। বনভোজন শেষ করে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। ঠিক তখনই ঘটনার সূত্রপাত। স্থানীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, নিবিন বান্ডারা (৩৫), হঠাৎ করেই এক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তার আক্রমণের শিকার হন একই এলাকার বাসিন্দা সিমন সিম্পলি। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিমন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়খলা থানার ওসি নীলকমল বড়ুয়া, এসআই মনিরাম কলিতা এবং এসআই গোবিন্দ শিলের নেতৃত্বে একদল পুলিশ। তারা পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্ত নিবিন বান্ডারাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই নির্মম হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। এমন নির্মম ঘটনায় এলাকার মানুষজন ভীত ও উদ্বিগ্ন। তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত শেষ করে আসল কারণ প্রকাশের দাবি জানিয়েছেন। বড়খলা থানার ওসি নীলকমল বড়ুয়া জানিয়েছেন, “ঘটনার প্রতিটি দিক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মানসিক অসুস্থতার কারণে নাকি অন্য কোনো কারণের জন্য এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।” এমতাবস্থায়, এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ সক্রিয় রয়েছে এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।