
বরাকবাণী প্রতিনিধিঃপরিতোষ পালঃ ধর্মনগরঃ১৮ জানুয়ারিঃ গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহরের ইরানি থানার পুলিশ আঠারো জানুয়ারি শনিবার ভোরবেলা একসাথে দশ জন রোহিঙ্গা আটক করেছে। দশ জন রোহিঙ্গা একসাথে আটক হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এব্যাপারে ইরানি থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর তরুনী জমাতিয়া সংবাদ প্রতিনিধিদের জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার পুলিশ শনিবার ভোরবেলা ইরানি থানার অন্তর্ভুক্ত সফরিকান্দি এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়িতে তল্লাশী করে দশ জন অপরিচিত মানুষকে আটক করে ইরানি থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, ধৃত দশ জন মায়ানমারের বাসিন্দা। ধৃত দশ জনের মধ্যে ছয় জন প্রাপ্ত বয়স্ক মহিলা বাকি চার জনের মধ্যে রয়েছে পঞ্চাশ দিনের এক শিশু এবং এক, চার ও সাত বছরের তিন শিশু। ধৃত দশ জন গত ১৩জানুয়ারি ট্রেনে করে হায়দ্রাবাদ রওনা দেয় এবং ১৬জানুয়ারি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছে। ১৬জানুয়ারি সন্ধ্যায় কৈলাসহরের সফরিকান্দি এলাকার এক দালাল ওদেরকে ধর্মনগর স্টেশন থেকে দালালের সফরিকান্দি এলাকায় নিজের বাড়িতে আনে। ধৃত দশ জন বাংলাদেশ যাবার জন্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশ্ববর্তী এলাকা সফরিকান্দি এলাকায় দুই দিন ধরে দালালের বাড়িতে অবস্থান করছিলো বলেও পুলিশ জানায়। পুলিশ শনিবার দুপুরে ধৃত দশ জনকেই কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। পুলিশ সফরিকান্দি এলাকায় গিয়ে যে বাড়ি থেকে দশ জন রোহিঙ্গাকে আটক করেছে সেই বাড়ির মালিক তথা দালালকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশকে দেখে দালাল পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। তবে, ইরানি থানা সূত্রে এও জানা যায় যে, ধৃত দশ জন রোহিঙ্গাদের সাথে বেশ কয়েকজন প্রাপ্ত বয়স্ক পুরুষ রোহিঙ্গারাও ছিলেন। ওরা সবাই একসাথে হায়দ্রাবাদ থেকে এসেছিলো। পুরুষরা সম্ভবত সতেরো জানুয়ারি সফরিকান্দি এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশ চলে যায়। বাকিদের আগামী এক দুই দিনের মধ্যে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার প্ল্যান নিয়েছিলো দালাল। আশ্চর্যজনক ঘটনা হলেও সত্যি যে, এরা সবাই বিগত আট বছর পূর্বে সফরিকান্দি এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কৈলাসহরে প্রবেশ করে হায়দ্রাবাদ চলে গিয়েছিলো। বিগত আট বছর ধরে ওরা হায়দ্রাবাদে অবস্থান করছিলো। সাম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ভারতের মেট্রো শহর গুলোতে পুলিশের অভিযান শুরু হয়। সেই অনুযায়ী হায়দ্রাবাদ শহরেও পুলিশের অভিযান শুরু হয় এবং তাতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা ভয় পেয়ে ফের বাংলাদেশ যাবার জন্য কৈলাসহরে আসে। ইরানি থানার পুলিশ সফরিকান্দি এলাকার দালালকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজছে। অন্যদিকে, পুলিশ ধৃত দশ জনকে শনিবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করার পর আদালত দুইজনকে হোমে পাঠানোর নির্দেশ দেয় এবং বাকি আটজনকে কৈলাসহর জেলে পাঠানোর নির্দেশ দেয়। আগামী একত্রিশ জানুয়ারি ধত দশ জনকে ফের আদালতে তোলার আদেশ দেন।