রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘নৌকাডুবি’নিয়ে আজকের প্রজন্ম থিয়েটার আগরতলায়

বরাকবাণী প্রতিবেদনঃশিলচরঃ১৭জানুয়ারিঃ শিলচরের নাট্যদল ‘আজকের প্রজন্ম থিয়েটার’ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি নাটক ‘নৌকাডুবি’ নিয়ে অংশ নিচ্ছে আগরতলায় আয়োজিত ১৬তম চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসবে। ত্রিপুরার অন্যতম জনপ্রিয় নাট্যদল ‘নাট্যভূমি-র উদ্যোগে আয়োজিত এই উৎসব চলছে ১৫ জানুয়ারি থেকে এবং শেষ হবে ২০ জানুয়ারি।

আগামী শনিবার (২০ জানুয়ারি), সন্ধ্যা ৬টায়, আগরতলার রবীন্দ্র ভবনের দ্বিতীয় কক্ষে মঞ্চস্থ হবে আজকের প্রজন্মের এই পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন সায়ন বিশ্বাস এবং আবহ ও সঙ্গীতায়োজন করেছেন শিলচরের সুদীপ্ত চক্রবর্তী সৌম্য। নাটকের দলটি ইতোমধ্যেই শুক্রবার সকালে ১৮ জন সদস্যের দল নিয়ে আগরতলা পৌঁছেছে। নির্দেশক সায়ন বিশ্বাস জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টা ১৫ মিনিটের এই নাটকটি বিরতিসহ পরিবেশিত হবে। এটি রবীন্দ্রনাথের সৃষ্টিকে কেন্দ্র করে এক অনন্য বিনোদন উপহার দেবে দর্শকদের। শিলচরে মঞ্চস্থ হওয়ার পর নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দলের বিশ্বাস, আগরতলার দর্শকের কাছ থেকেও ভালোবাসা কুড়িয়ে আনবে। এই জাতীয় নাট্যোৎসবে প্রতিদিন একটি করে পূর্ণাঙ্গ নাটক পরিবেশিত হচ্ছে। শিলচরের নাট্যামোদীদের শুভেচ্ছা এবং ভালোবাসা সঙ্গে নিয়ে আজকের প্রজন্ম থিয়েটার আগরতলায় নতুন সাফল্যের স্বপ্ন দেখছে।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…