বিশ্ববীণার উদ্যোগে ত্রিদিবসীয় আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আয়োজিত হবে শ্রীভূমিতে

বরাকবাণী প্রতিনিধিঃ হর্ষিত দত্ত শ্রীভূমি , ১৫ জানুয়ারি: সামাজিকও সাংস্কৃতিক সংস্থা বিশ্ববীণার উদ্যোগে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আয়োজিত হবে শ্রীভূমিতে । জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আগামী ১৯ জানুয়ারি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ত্রিদিবসীয় নাট‍্য উৎসবের সূচনা হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে বিশ্ববীণার সভাপতি বিশ্বতোষ পাল বলেন ১৯ জানুয়ারি বিকেল চারটায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসবের উদ্বোধন হবে। বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করবেন,আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।এরপর নাট‍্যদল নাটক পরিবেশন করবে বলে জানান বিশ্বতোষ পাল।বলেন বিশ্ববীণার ২৩ তম উৎসবে এবার কলকাতা,ত্রিপুরা, শিলচর,শ্রীভূমি সহ অন‍্যান‍্য স্থান থেকে আসা মোট নয়টি নাট‍্যদল উৎসবে যোগদান করবে।তবে প্রতিবেশী বাংলাদেশের কোনো নাট‍্যদল থাকছে না।মূলত বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলীর জন‍্য বাংলাদেশকে এবার উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান বিশ্ববীণার সভাপতি বিশ্বতোষ পাল।

অন‍্যদিকে বিশ্ববীণার সুরজিত দেব বলেন ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটায় শিলচরের নাট‍্যাঙ্গন ‘প্রতিবাদের হত‍্যা’নাটক মঞ্চস্থ করবে। সন্ধ্যা সাতটায় শ্রীভূমির সংলাপ নাট‍্যদল ‘ঘোর রজনী কথা’নাটক মঞ্চস্থ করবে। রাত আটটায় ত্রিপুরা উদয়পুরের অভিমুখ নাট‍্যদল ‘অনাগত’ নাটক মঞ্চস্থ করবে।অন‍্যদিকে ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটায় ত্রিপুরার ইচ্ছেডানা নাট‍্যদল ‘শেষঘর ‘নাটক মঞ্চস্ত করবে।সন্ধ্যা সাতটায় আয়োজক সংস্থা বিশ্ববীণার ‘অন্ধকারের গর্জন ‘নাটক মঞ্চস্ত হবে।এবং রাত আটটায় কলকাতার সবুজ সাংস্কৃতিক সংস্থা ‘সেইরাত’ নাটক মঞ্চস্থ করবে। ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটায় ত্রিপুরা ধর্মনগরের লানার্স এডুকেশন‍্যাল সোসাইটি যশোমতী’ নাটক মঞ্চস্ত করবে।সন্ধ্যা সাতটায় পাথারকান্দির নাট‍্যজন ‘অশ্বত্থামা ‘নাটক এবং আটটায় কলকাতার সবুজ সাংস্কৃতিক সংস্থা ‘দ‍্যা লাইট ‘নাটকটি পরিবেশন করবে বলে জানান সুরজিত দেব(পম)।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত জয়িতা দাস, অপর্ণা গোস্বামী, শুভ্রজ্যোতি দাম, অর্ণব দাস, প্রমুখ বিশ্ববীণা আয়োজিত আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসবে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিশ্ববীণার অন্যতম কর্মকর্তা সুরজিৎ দেব।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…