
বরাকবাণীপ্রতিবেদনঃশিলচরঃ১৫জানুয়ারিঃ ১৬ জানুয়ারি থেকেই শিলচরে পুরাতন ডিআরডিএ বিল্ডিং স্থিত পিএনবি আরসেটি কাছাড়ে ইডিপি অন পোল্ট্রি ফার্ম এর দশ দিনের বিশেষ এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম আয়োজিত হবে সম্পুর্ন বিনামূল্যে । প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সুযোগ সম্পুর্ন বিনামূল্যে প্রদান করা হবে।বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র লিখতে ও পড়তে পারলেই হবে। কেওয়াইসি ডকুমেন্ট জমা করতে হবে। এছাড়া পরিবারের রেশন কার্ড বা ফেমিলি জব কার্ড বা ফেমিলি আয়ুষ্মান কার্ড বা ফেমিলি স্বাস্থ্য বিমার কার্ড বা ফেমিলির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার নং থাকা নথি বা রাজ্য সরকারের ফেমিলি লেভার কার্ড বা ফেমিলি ই শ্রম কার্ড, বিপিএল নং সহ জিপি সার্টিফিকেট বা পরিবারের এনআরএলএম আত্মসহায়ক দলের নাম ও কোড সহ এসএইচজি দলের পাসবুক ইত্যাদি এর মধ্যেই যে কোন একটি নির্দিষ্ট নথি এনআরএলএম টার্গেট গ্ৰুফ হিতাধিকারী হিসেবে দুর্বল শ্রেণীর সনাক্তকরণ প্রক্রিয়ার ( পিআইপি তথা পোর আইডেন্টিফিকেশন প্রসেস ) আওতায় যে কোন একটি নির্দিষ্ট নথি জমা করে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সহ আত্মসহায়ক দলের মহিলারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পারবেন।প্রশিক্ষন শেষে সফল ট্রেইনিদের স্কিল ইন্ডিয়া এনসিভিটি এর এনসকিউএফ লেভেল সার্টিফিকেট সহ ইডিপি সার্টিফিকেট প্রদান করা হবে।প্রশিক্ষন শেষে সফল ট্রেইনিদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু কেটাগরির ঋনের সহায়তা সহ মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম সহ পিএমইজিপি ঋনের সহায়তা প্রদান করা হবে। জিলা পশু পালন ও চিকিৎসা বিভাগের আধিকারিকদের সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।