ভোগালী বিহু উপলক্ষে হাইলাকান্দি পুলিশের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান

বরাকবাণী প্রতিনিধী: হাইলাকান্দি ১৫ জানুয়ারি: ভোগালী বিহু উপলক্ষে হাইলাকান্দি পুলিশ বিভাগের তরফে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার, পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৯২ জন প্রাক্তন পুলিশ আধিকারিক ও কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার লীনা দলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং “ফুলাম গামছা” দিয়ে তাঁদের সংবর্ধনা জানান। কয়েকজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পরিবারকেও সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে ভোগালী বিহুর ঐতিহ্যবাহী পিঠা-পানা পরিবেশন করা হয়। প্রাক্তন পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় এক আনন্দঘন পরিবেশে। এদিন পুলিশ সুপার লীনা দলে জানান, “আসাম পুলিশ একটি পরিবার, যেখানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারাও এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ।” তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ প্রতি বছর নিয়মিত আয়োজন করা হবে।” অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সমীর দপ্তর বরুয়া, ডিএসপি (সদর) সুরজিৎ চৌধুরী, ডিএসপি ভি প্রতিম নাথ, ডিএসপি হরিচরণ ভূমিজ সহ অন্যান্য শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…