মণিপুরে অপহৃত কাছাড়ের ২ চালক। চালক পরিবারের পাশে দাঁড়ালো শিলচর ট্রাক চালক সংস্থা।

জন্ডু কন্সট্রাকশন কার্যালয় ঘেরাও চালক সংস্থার।

বরাকবাণী প্রতিবেদনঃকাবুগঞ্জঃ১২জানুয়ারিঃ গত ৬জানুয়ারী শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কন্সট্রাকশনের সামগ্রী নিয়ে রওয়ানা দেওয়া দুটি ১৬১৮ ডাম্পার মণিপুরের পশ্চিম তেমেংলং-এর মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হন দুই চালক। এরপর সেখানকার একটি উগ্র সংগঠন চালকদের পরিবারকে ফোনযোগে জানায়, জন্ডু কন্সট্রাকশনের সাথে কথা করিয়ে দিলে তারা উভয়কে ছেড়ে দেবে। গত বৃহস্পতিবার দুই চালকের পরিবার জন্ডু কন্সট্রাকশনের ধলাইর কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাঁধার মুখে পড়তে হয়। তাদেরকে জন্ডু কন্সট্রাকশনের কর্মকর্তাদের সাথে কথা বলতে দেওয়া হয় নি। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সম্মুখে ধর্ণায় বসেন। পরে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে। এদিন জন্ডু কন্সট্রাকশনের কার্যালয়ে এক বৈঠক হয়, বৈঠকে আলোচনা থেকে জানা যায়, জন্ডু কন্সট্রাকশনের সিমেন্ট সহ অন্যান্য সামগ্রী নিয়ে শিলচরের কেজিএন ট্রান্সপোর্টের ডাম্পার দুটি যায়। দুষ্কৃতিরা জন্ডু কন্সট্রাকশনের গাড়ি ভেবে তাদেরকে আটক করে। এদিন জন্ডু কন্সট্রাকশন তাদের কাঁধ থেকে দায় এড়িয়ে কথা বলে। এদিকে কেজিএন ট্রান্সপোর্ট কিন্তু তার দায় জন্ডু কন্সট্রাকশনের উপরে টেলে দিতে চাইছে। কোনোমতে তাল মিল দিয়ে এদিন চালক পরিবারকে এজাহার দায়ের করার কথা বলে সরিয়ে দেওয়া হয়। এজাহার দায়ের করতে গিয়ে এই থানা থেকে সেই থানা করতে করতে আর তা আজ ও সম্ভব হয় নি। এমতাবস্থায় চালকদের পরিবার কোনো কিনারা পাচ্ছে না।

ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্ব ধলাইর কচুদরম থানাধীন গঙানগর ৪র্থ খণ্ডের বাসিন্দা সফর উদ্দিন লস্করের পুত্র রিজুল হক লস্কর এবং লক্ষীপুরের জিরিঘাট থানাধীন লক্ষীছড়া ফরেস্ট ভিলেজ ২য় খণ্ডের বাসিন্দা মসদ্দর আলীর পুত্র নাসির উদ্দিন। লরি দুটির রেজিষ্ট্রেশন নম্বর হচ্ছে এএস ১১সিসি ৩৪৭৬ এবং এএস ১১ ৩৬৯১।

দুই চালকরা আজ অবধি নিখোঁজ। রবিবার সেই পরিবারের পাশে দাঁড়ালো শিলচর ট্রাক চালক সংস্থা। দুপুর এগারোটা নাগাদ ধলাইর কাটাখাল স্থিত জন্ডু কন্সট্রাকশনের কার্যালয়ে গিয়ে তারা আবারো চালকদের উদ্ধার জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই খবর পেয়ে ধলাই থানার সি,আই জনপান বে সদলবলে পৌঁছে সেখানে চালক পরিবার ও চালক সংস্থার সাথে কথা বলেন। পরে নির্মাণ সংস্থার এইচআর- ও পিএম এর সাথে ফোনে কথা বলেন যদিও কোনো সমাধানের পথ বেরোয় নি। পুলিশ আধিকারিক বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারকে অবগত করালে বিকেলে নির্মাণ সংস্থা ও কেজিএন ট্রান্সপোর্টের কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক হওয়ার কথা জানা যায়। এই বৈঠকের চালক সংস্থার সদস্যদের ও উপস্থিত থাকার কথা ছিল। তবে বিকালে চালক সংস্থার সভাপতি বাহারুল ইসলাম লস্করের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তাদেরকে বৈঠকের সময় না জানানোয় তার অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার সাথে ফোনযোগে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, নির্মাণ সংস্থা ও কেজিএন ট্রান্সপোর্রটের সাথে কথা হয়েছে। এদিকে মণিপুরের পশ্চিম তেমেংলংয়ের এসপির সাথে তিনি নিজে যোগাযোগ করে চালকদের উদ্ধার করার কথা জানিয়েছেন। এবং আসামের ডিজিপি মণিপুরের ডিজিপির সাথে কথা বলে অতিসত্বর উভয়কে উদ্ধার করার আবেদন জানিয়েছেন। তবে নির্মাণ সংস্থা জন্ডু কন্সট্রাকশনের কাছে মুক্তিপণ চায় কি না তাহা এখনো জানা যায় নি। তবে যে উগ্র সংগঠনটি যোগাযোগ করেছিল তাদের ফোন করে জন্ডু কন্সট্রাকশনের সাথে কথা বলতে চেয়েছিল সেই নম্বরটি তাদেরকে দেওয়া হয়েছে। এবং আসাম পুলিশ ও মণিপুর পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর রয়েছে বলে জানা গিয়েছে।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…