অবৈধ ডিলিমিটেশনের বিরুদ্ধে দক্ষিণকুলে ১২৮৮ ভোটারের একযোগে ভোট বয়কট

 প্রতিবাদের অন্যতম কারণ হিসেবে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, লামাজুয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকাতেই অবস্থিত দক্ষিণকুল গ্রামের ভোটারদের হঠাৎ করে প্রায় ২০ কিমি দূরের বাদেমহাকল পঞ্চায়েতে স্থানান্তর করে দেওয়া হয়েছে। স্থানীয়রা এই ডিলিমিটেশনকে সম্পূর্ণভাবে অবৈধ ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এর পেছনে শাসকদল ঘনিষ্ঠ কিছু নেতার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ জড়িত বলে অভিযোগ তুলেছেন।

প্রতিবাদের অংশ হিসেবে সকাল থেকেই গ্রামের মানুষ দক্ষিণকুল এলপি স্কুলের সামনে জড়ো হয়ে অনশন ও বিক্ষোভে বসেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত দক্ষিণকুলকে পুনরায় লামাজুয়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত না করা হচ্ছে, ততক্ষণ তাঁরা কোনও অবস্থাতেই ভোটে অংশ নেবেন না। 

ঘটনাস্থলে পৌঁছেও ব্যর্থ হন ৭১৫নং বুথের সেক্টর অফিসার। তিনি ভোটারদের আশ্বস্ত করতে ও অনশন ভাঙাতে চাইলেও, কোনও ফল মেলেনি। গুয়াহাটি হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী আবুল কাশীম তালুকদার, দক্ষিণকুল ডেভেলপমেন্ট বোর্ডের সভাপতি রুহুল আমিন মিম, লামাজুয়ার জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত সহ একাধিক সমাজপ্রতিনিধি এই আন্দোলনে নেতৃত্ব দেন।

প্রিসাইডিং অফিসার মোহাম্মদ নুরুল হক এবং পোলিং অফিসার মোহাম্মদ বদরুল ইসলাম ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন রেখেও সারাদিন একটি ভোটও গ্রহণ করতে পারেননি। বুথ ফাঁকাই রয়ে যায়। গ্রামবাসীদের দাবি, বহু বছর ধরে তাঁদের এলাকায় কোনও রকম মৌলিক পরিকাঠামো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ—সবই অবহেলিত।

তাঁর উপর গায়ের জোরে করা এই ডিলিমিটেশন যেন মরার উপর খাঁড়ার ঘা। এই ঘটনা পঞ্চায়েত নির্বাচনের স্বচ্ছতা ও জনঅংশগ্রহণের প্রশ্নে বড় ধাক্কা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ শুধুই স্থানীয় উন্নয়নের প্রশ্ন নয়, গণতন্ত্র ও প্রশাসনিক স্বচ্ছতার প্রতিও এক জোরালো প্রশ্ন তুলে দিল।

Related Posts

আদালতের নির্দেশ ছাড়াই দোকান ভাঙার নোটিশ, শিলচর পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবন্ধী ব্যবসায়ী

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৬ জুলাইঃ শিলচর শহরের বুকে আবারও প্রশ্নের মুখে মানবিকতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিকলাঙ্গ এক দোকানদারের মাথার উপর থেকে যেন রাতারাতি ছিনিয়ে নেওয়া হল ছাদ, পুড়িয়ে দেওয়া হল পঁচিশ বছরের…

লঙ্গাই প্ল্যান্টের পাশে ৮৬ কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজের শুভারম্ভ, ২৭ জুলাই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাতে ভূমিপূজন

হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি  শ্রীভূমি ২৬ জুলাই: শহর শ্রীভূমির  পানীয়জলের সমস্যা দূর করতে এবার নতুন জল প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান লঙ্গাই প্ল্যান্টের পাশেই…