
হর্ষিত দত্ত বরাকবাণী প্রতিনিধি শ্রীভূমি, ২রা মেঃ কংগ্রেস আমলে এপিএসসি-র চাকরি পেতে মহিলা প্রার্থীদের সতীত্ব বিসর্জন দিতে হয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যে ক্ষুব্ধ করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার পথে নামেন। জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধিদল সদর থানায় ছুটে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।
জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী,প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনূর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেস উপসভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ, এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন্যরা সদর থানায় লিখিত অভিযোগ প্রদান করে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন।জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন কংগ্রেস সরকারের আমনে রাজ্যের শিক্ষা-স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিমন্ত বিশ্ব শর্মা।
তরুণ গগৈ মন্ত্রীসভায় তিনি ছিলেন সেকেন্ড-ইন কমান্ড। অথচ আজ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি যে মন্তব্য করেছেন,যদি সেটা সত্য হয় তাহলে দায়ভার নিতে হবে হিমন্ত বিশ্ব শর্মাকেও।ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে যদি কোনো মহিলাকে চাকরি পেতে সতীত্ব হারাতে হয় তাহলে সেটা শুধু দুর্ভাগ্যজনক নয়, দেশবাসীর কাছে চরম লজ্জাজনক বলে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি।
তিনি আরও বলেন হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিলেন তখন নিজের পদ বহাল রাখতে বিরোধী বিজেপিকে বার বার আক্রমণ করেছেন। আজ দলবদল করে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে পুনরায় বিজেপি দলে নিজের পদ বহাল রাখতে বিরোধী কংগ্রেসকে আক্রমণ করছেন। তবে শুধুমাত্র ভোটের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিয়ে যে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মা করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীকে এজন্য ক্ষমা চাইতে হবে বলে হুমকি দেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।