নারী বিদ্বেষী বক্তব্যে উত্তাল করিমগঞ্জ, কুরুচিকর মন্তব্য ঘিরে ক্ষোভে ফুটছে কংগ্রেস, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ কংগ্রেসের

জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী,প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনূর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেস উপসভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ, এনএসইউআই রাজ‍্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন‍্যরা সদর থানায় লিখিত অভিযোগ প্রদান করে মুখ‍্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন।জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন কংগ্রেস সরকারের আমনে রাজ‍্যের শিক্ষা-স্বাস্থ‍্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিমন্ত বিশ্ব শর্মা।

তরুণ গগৈ মন্ত্রীসভায় তিনি ছিলেন সেকেন্ড-ইন কমান্ড। অথচ আজ মুখ‍্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি যে মন্তব্য করেছেন,যদি সেটা সত‍্য হয় তাহলে দায়ভার নিতে হবে হিমন্ত বিশ্ব শর্মাকেও।ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে যদি কোনো মহিলাকে চাকরি পেতে সতীত্ব হারাতে হয় তাহলে সেটা শুধু দুর্ভাগ্যজনক নয়, দেশবাসীর কাছে চরম লজ্জাজনক বলে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি।

তিনি আরও বলেন হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিলেন তখন নিজের পদ বহাল রাখতে বিরোধী বিজেপিকে বার বার আক্রমণ করেছেন। আজ দলবদল করে মুখ‍্যমন্ত্রী পদে আসীন হয়ে পুনরায় বিজেপি দলে নিজের পদ বহাল রাখতে বিরোধী কংগ্রেসকে আক্রমণ করছেন। তবে শুধুমাত্র ভোটের স্বার্থে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী হয়ে মহিলাদের নিয়ে যে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মা করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুখ‍্যমন্ত্রীকে এজন‍্য ক্ষমা চাইতে হবে বলে হুমকি দেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী।

Related Posts

শাসক দলের চাঁদাবাজ কয়লা, সুপারি চুন পাথর, সহ বিভিন্ন সিন্ডিকেটের রাজত্বে বরাক অশান্তির পথে: গৌরব গগৈর গুরুতর অভিযোগ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৬ জুন: আসামের বন্যা বিধ্বস্ত বরাক উপত্যকা পরিণত হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরকারি ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শনে। সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা…

ঈদের প্রাক্কালে অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদ গো-রক্ষা বিভাগ

বরাকবাণী প্রতিবেদন,পাথারকান্দি,৬ জুন:  ঈদের প্রাক্কালে শ্রীভূমি জেলায় অবৈধ গরুর বাজার বন্ধের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্তের মারফৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ তথা রাজ্যের মীন,পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী  কৃষ্ণেন্দু পালের হাতে…