বজরং দলের হস্তক্ষেপে নতুন মোড় নিল ভুবনহীল জিপির টাকা কেলেঙ্কারি, ৪০টি আত্মসহায়ক দলের ১ কোটির বেশি টাকা লুট !

এই ঘটনা সামনে আসার পর এসএইচজির দলনেত্রীরা পালংঘাট ব্লকের বিডিও রমেন দত্তের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। পরিস্থিতি বিবেচনা করে বিডিও রমেন দত্ত ৮ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নেন। তিনি অবিলম্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন, যারা প্রতিদিন পাঁচটি করে এসএইচজির তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে বিডিওর কাছে প্রতিবেদন জমা করবেন। এই তদন্ত কমিটি ৮ এপ্রিলের মধ্যে ৪০টি এসএইচজির তদন্ত সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ দেবে।

এতদিন ধরে এসএইচজির এই দুরবস্থা দেখে এলাকার সচেতন নাগরিকরা এগিয়ে আসেন এবং বজরং দলের সদস্যরাও তাদের পাশে দাঁড়ান। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। উল্লেখ্য, মহাশিবরাত্রির সময় একটি তদন্ত কমিটি ১১টি এসএইচজির যাবতীয় তথ্য সংগ্রহ করলেও আজ পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি, যার ফলে এসএইচজির সভানেত্রী ও সম্পাদকরা নতুন করে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। এখন দেখার বিষয়, ৮ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটি কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং বিডিও রমেন দত্ত কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। ঈদের পর কাছাড়ের জেলা শাসক, ডিআরডিএর পিডি এবং কাছাড় জেলা পরিষদের সিইও-এর কাছেও এই অভিযোগ দায়ের করার কথা রয়েছে। প্রশাসনের ভূমিকা ও তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় সাধারণ মানুষ ও এসএইচজি সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে আরও বড় আকারের আন্দোলন গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…