দুই সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণ? মুখে ও শরীরে এসিড ঢেলে খুনের চেষ্টা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা। 

বরাকবাণী প্রতিবেদন,কাবুগঞ্জ,৩০শে জানুয়ারিঃ ধলাইয়ে দুই সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ, মুখে শরীরে এসিড ঢেলে নৃশংস খুনের চেষ্টা। নারকীয় কাণ্ডের শিকার মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। থানায় মামলা। ধরপাকড়ের খবর নেই। অভিযোগ মতে, বাড়িতে গৃহকর্তার অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সম্মুখে হাত-পা বেঁধে মহিলাকে ধর্ষণ করে, গায়ে এসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই জঘন্যতম  ঘটনার অভিযোগ সম্মুক্ষে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা উপত্যকা জুড়ে । অভিযোগ  দক্ষিণ ধলাইয়ের এক গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কুদৃষ্টি ছিল গ্রামের এক বাসিন্দা লম্পটের। অতীতে মাদক পাচার সহ বহু অপরাধের সহিত জড়িত ঐ যুবক। অভিযোগ বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে  উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে  মহিলার কাছ থেকে ফোন নাম্বার চায় লম্পট যুবকটি। তখন মহিলা ফোন নাম্বার না দিয়ে তাকে উল্টো দু চার কথা শুনিয়ে দেন বলে জানা যায়। অভিযোগ গত ২২ জানুয়ারি তারিখে রাত ১১ টার দিকে  সেই লম্পট যুবক মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে। মহিলা ঘুমের ঘুরে থাকাবস্তায় তার হাত-পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার মুখে ভিতরে এসিড ঢেলে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেই যুবক আবার তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে  যেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে। তখন বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী। তিনি দৌড়ে বাড়ি ফিরেন, ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ভ হয়ে পড়েন। দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। জানানো হয় ধলাই পুলিশেও। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পেশায় দিনমজুর গৃহকর্তার নুন আনতে পান্থা ফুরায় অবস্থা। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হবেন বলেই হয়তো ছিল আশা। গৃহকর্তা স্ত্রীকে মেডিকেলে না নিয়ে বাড়িতে ফিরে আসেন। এখানে দুই একজন গ্রাম্য বিচারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দিবেন  লম্পট যুবকের পক্ষ থেকে এমন প্রস্তাব আসে। 

     এদিকে বাড়িতে প্রায় ৪দিন থাকার পর সঙ্গিন হয়ে উঠছিল মহিলার অবস্থা। তখন মহিলাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এসিড আক্রমণে শরীরের বৃহৎ অংশ পুড়ে গিয়েছে মহিলার। জানা গেছে শরীরে যে রাসায়নিক ঢেলে দেওয়া হয়েছে সেই রাসায়নিক মহিলাকে খাইয়েও দেওয়া হয়েছে। পাড়াপ্রতিবেশিদের বক্তব্য মতে জানা যায়, যারা মহিলার সংস্পর্শে এসেছিলেন তাদের অনেকের গায়ের বিভিন্ন অংশে এসিডে জলসে গেছে গায়ের চামড়া।

এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান সময়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা। চলছে চিকিৎসা, গত ২২ জানুয়ারি তারিখ থেকে আজ অবধি মহিলার পেটে কোনো খাদ্য দ্রব্য যায়নি। এদিকে ঘটনার বিবরণ জানিয়ে গৃহকর্তা ধলাই থানায় একটি মামলা দায়ের করলেও এপর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। তাই ঘটনার সুবিচার চেয়ে লম্পটে যুবককের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন মহিলার স্বামীসহ প্রতিবেশীরা।

  • Related Posts

    মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

    শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

    বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…