হাসিনার বিদায়ে থেমে গেল ঢাকা-দিল্লি সমঝোতা, বিকল্প রুটে জোর ভারত সরকারের, উত্তর-পূর্ব ভারতের দরজা খুলবে রাখাইন-কালাদান করিডর?

বরাকবাণী প্রতিবেদন গুয়াহাটি ১৮ মেঃ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র কার্যকরী করিডর এখনও পর্যন্ত ছিল শিলিগুড়ির ‘চিকেন নেক’। এই সংকীর্ণ ভূখণ্ডের উপর নির্ভর করেই চালান, সেনা মোতায়েন এবং…