ভোগালী বিহু উপলক্ষে হাইলাকান্দি পুলিশের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান
ভোগালী বিহু উপলক্ষে হাইলাকান্দি পুলিশ বিভাগের তরফে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৯২ জন প্রাক্তন পুলিশ আধিকারিক ও কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার লীনা দলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং “ফুলাম গামছা” দিয়ে তাঁদের সম্মান জানান। অনুষ্ঠানটিতে ভোগালী বিহুর ঐতিহ্যবাহী পিঠা-পানা পরিবেশন করা হয় এবং প্রাক্তন পুলিশ কর্মী ও তাঁদের পরিবারকে আনন্দঘন পরিবেশে স্বাগত জানানো হয়।
গাগলাচড়া বিলাইপুর রাস্তায় সংস্কারের বিলম্ব: প্রশাসনের উদাসীনতার শিকার সাধারণ মানুষ
গাগলাচড়া-বিলাইপুর রাস্তার সংস্কারের বিলম্বের কারণে হাইলাকান্দির সাধারণ মানুষ প্রশাসনের উদাসীনতার শিকার হচ্ছেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং দৈনন্দিন যাতায়াতের সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী তাদের দাবি পূরণের জন্য জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।
শিলচর রংপুরে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
শিলচরের রংপুরে গাড়ি সমঝোতা নিয়ে প্রতারণার অভিযোগে করণ সিং নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারীর মতে, করণ ভূয়ো নথি ব্যবহার করে গাড়ি নিয়ে অন্য রাজ্যে বিক্রি করেছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।