বনদপ্তরের অফিসে হামলা, কর্তব্যরত অবস্থায় এক কর্মীকে ব্যাপক মারধর সহ অপহরণের চেষ্টার ঘটনায় কাঞ্চনপুরে তীব্র আতঙ্ক বিরাজ করছে

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় বনদস্যুদের তাণ্ডবে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি বনদপ্তরের কর্মীদের জীবন হুমকির মুখে পড়েছে। রবীন্দ্রনগরে বনদপ্তরের অফিসে হামলা, কর্মী সুব্রত জমাতিয়াকে অপহরণের চেষ্টা ও মারধরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারি সম্পত্তি নষ্ট এবং কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বনদপ্তরের তদন্ত চললেও বনদস্যুদের কার্যকলাপ থামছে না, যা পরিবেশ ও কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।