যুব সমাজ কে বিবেকানন্দের আদর্শ গ্রহণ করার আহবান জানান শিক্ষাবিদ সুব্রত যুব দিবস উপলক্ষে সৌরভ ও দেবর্জুন কে সংবর্ধনা
জাতীয় যুব দিবস উপলক্ষে শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছে। অনুষ্ঠানে, শিক্ষাবিদ সুব্রত চৌধুরী স্বামী বিবেকানন্দের আদর্শের উপর বক্তব্য রাখেন এবং যুব সমাজকে তার শিক্ষা গ্রহণের আহ্বান জানান। এই দিনটি স্মরণীয় করে রাখতে, শ্রীভূমি শহরের সৌরভ চক্রবর্তী এবং দেবার্জুন পালকে সম্মানিত করা হয়। তাঁদের যোগ প্রতিযোগিতায় এবং সিভিএসসি পরীক্ষায় সাফল্যের জন্য উপহার দেওয়া হয়।
বরাক বাউল ব্যান্ড: শ্রীভূমি জেলার পৌষ পার্বণ মেলায় সাফল্যের শিখরে
বরাকবাণী প্রতিনিধি: মইনুল হক শ্রীভূমি, ১৩জানুয়ারিঃ প্রতি বছরের মতো এ বছরও শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজ খেলার মাঠে সম্পূর্ণা নারী সংস্থার উদ্যোগে পৌষ পার্বণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১২ জানুয়ারি…