গাগলাচড়া বিলাইপুর রাস্তায় সংস্কারের বিলম্ব: প্রশাসনের উদাসীনতার শিকার সাধারণ মানুষ

গাগলাচড়া-বিলাইপুর রাস্তার সংস্কারের বিলম্বের কারণে হাইলাকান্দির সাধারণ মানুষ প্রশাসনের উদাসীনতার শিকার হচ্ছেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং দৈনন্দিন যাতায়াতের সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী তাদের দাবি পূরণের জন্য জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।