বিহাড়া জিপির জলাগ্রামে ষাঁড় গরুর আক্রমণে বৃদ্ধের মৃত্যু
কাটিগড়া বিহাড়া গ্রাম পঞ্চায়েতের জলাগ্রামে মালিকবিহীন একটি ষাঁড় গরুর আক্রমণে ৭৬ বছর বয়সী কৃষ্ণকান্ত সিনহার মৃত্যু হয়েছে। প্রশাসন ও বনবিভাগের উদাসীনতার ফলে এ ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কৃষ্ণকান্তের মৃত্যুর পর এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বনবিভাগ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
গাগলাচড়া বিলাইপুর রাস্তায় সংস্কারের বিলম্ব: প্রশাসনের উদাসীনতার শিকার সাধারণ মানুষ
গাগলাচড়া-বিলাইপুর রাস্তার সংস্কারের বিলম্বের কারণে হাইলাকান্দির সাধারণ মানুষ প্রশাসনের উদাসীনতার শিকার হচ্ছেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং দৈনন্দিন যাতায়াতের সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী তাদের দাবি পূরণের জন্য জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।