শিলচরে তিন কোটি টাকার হেরোইনসহ মাদক পাচারকারী আটক

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৩ মেঃ কাছাড় জেলা আবারও প্রমাণ করলো, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ কতটা তৎপর ও প্রতিজ্ঞাবদ্ধ। ড্রাগ পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া এই জেলায় একের পর এক সফল অভিযান চালিয়ে মাদক…

গভীর রাতে চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেইটে মারামারি , এলাকায় আতঙ্ক

ধর্মনগরের চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেটে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত একজন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের মূল কারণ হিসেবে টাকা-পয়সার লেনদেন ও দালালি ব্যবসার বিবাদ উঠে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।